হোম > সারা দেশ > রাজবাড়ী

ঈদের ছুটি কাটিয়ে স্বাস্থ্য ঝুঁকি নিয়েই ঢাকা ফিরছে মানুষ

প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)

স্বজনদের সঙ্গে ঈদ কাটিয়ে গাদাগাদি করে লঞ্চ ও ফেরিতে পদ্মা পার হয়ে ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। আজ বৃহস্পতিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট হয়ে হাজার হাজার মানুষ মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট হয়ে ঢাকায় যাচ্ছেন। এ ছাড়াও ঢাকা ছেড়ে আসা মানুষের ভিড়ও ছিল চোখে পড়ার মত।

আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে অবস্থান করে দেখা যায়, সকাল থেকে ঢাকাগামী মানুষের চলাচল স্বাভাবিক থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের ভিড় বাড়তে থাকে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার প্রবেশপথ দৌলতদিয়া ঘাট। এটি রাজধানীর সঙ্গে অন্যতম যোগাযোগ মাধ্যমও। এই ঘাট দিয়ে ঈদ-উল-আজহার ছুটি শেষে স্বাস্থ্যঝুঁকি নিয়েই ঢাকায় ফিরছেন হাজারো মানুষ।

মানিকগঞ্জের পাটুরিয়া থেকে রাজবাড়ীর পাটুরিয়া আসে কেরামত আলী ফেরি। তাতে দেখা যায় গাড়ির সঙ্গে শতাধিক মানুষও নামে দৌলতদিয়া ৫ নং ফেরিঘাটে। গাড়ি ও যাত্রী নামিয়ে আবার গাড়ি লোড দেয় ফেরিটি। গাড়ির সঙ্গে দৌলতদিয়া ঘাটে অপেক্ষারত ঢাকাগামী ৫ শতাধিক মানুষও উঠতে দেখা যায় ফেরিতে।

কথা হয় গোপালগঞ্জ থেকে স্ত্রী ও দুই সন্তান নিয়ে মোটরসাইকেলে করে ঢাকার আশুলিয়া গামী কাঠের লাকড়ি ব্যবসায়ী নুর আকাশের সঙ্গে। তিনি বলেন, স্বজনদের সঙ্গে ঈদ করতে বাড়ি আসছিলাম, আগামীকাল কঠোর লকডাউন তাই আজই ঢাকা ফিরছি।

এ ছাড়া দূরপাল্লার বাস চালু থাকলেও মানুষ ট্রাক, পিকআপ, মাইক্রোবাস ও মোটরসাইকেলে ঝুঁকি নিয়ে কর্মস্থলে ফিরছেন। দৌলতদিয়া ঢাকা খুলনা মহাসড়কে বাড়তে শুরু করেছে যানবাহনের চাপ।

দৌলতদিয়া লঞ্চঘাটে গিয়ে দেখা যায় মানিকগঞ্জের পাটুরিয়া থেকে যেসব লঞ্চ পাটুরিয়া আসছেন সেসব লঞ্চে ধারণ ক্ষমতার প্রায় চার গুন যাত্রী বহন করছেন। তবে গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট থেকে যেসব লঞ্চ পাটুরিয়া যাচ্ছেন সেসব লঞ্চে স্বাস্থ্যবিধি মেনে যতজন যাত্রী ওঠানোর কথা ততজন যাত্রী গুনে গুনে ওঠাচ্ছেন ঘাটে কর্মরত পুলিশ ও আনসার কর্মকর্তারা।

বিআইডব্লিউটিএ’র লঞ্চ ঘাটের সহকারী ট্রাফিক ইন্সপেক্টর রাসেল শেখ বলেন, আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে লঞ্চের ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী ওঠাচ্ছি। সে ক্ষেত্রে আমাদের সহায়তা করছেন লঞ্চ ঘাটে কর্মরত পুলিশ ও আনসার বাহিনী। ঘাটে যাত্রীদের চাপ বেশি। সকাল থেকেই ২২টি লঞ্চ স্বাভাবিকভাবেই চলাচল করছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক শিহাব উদ্দিন বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৫টি ছোট-বড় ফেরি চলাচল করছে। নদী পারাপারে যানবাহনগুলোর কোনো সমস্যা হচ্ছে না। সকালের দিকে যাত্রীর চাপ কম ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীর সংখ্যা বাড়তে শুরু করেছে। আজ শুধুমাত্র যাত্রীবাহী বাস ও সামান্য সংখ্যক পণ্যবাহী ট্রাকের সারি থাকলেও বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে না।

রাজবাড়ীতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে গলা কেটে হত্যা

রাজবাড়ীতে ভ্যানে ট্রাকের ধাক্কা, যুবক নিহত

সুদানে হামলা: নিহত শান্তিরক্ষী শামীমের বাড়িতে কান্নার রোল

পদ্মায় ড্রেজিং চলায় দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট বন্ধ

পদ্মায় ধরা পড়া কাতল মাছের দাম ১ লাখ ৮ হাজার টাকা

বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবক ও শিক্ষকদের মধ্যে তুমুল বাগ্‌বিতণ্ডা

পদ্মার চরে কৃষককে রাসেলস ভাইপারের ছোবল, জীবিত সাপ নিয়ে হাসপাতালে

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন যুবদল নেতা

পদ্মা ব্যারাজের দাবিতে লংমার্চ হাবাসপুর করা হবে: মনির হায়দার

হত্যা মামলায় চার আসামির যাবজ্জীবন