বৈরী আবহাওয়ার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টা থেকে নৌদুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন পদ্মাপাড়ে আসা বাসযাত্রীরা। এর আগে সকাল সাড়ে ৯টা থেকে এই রুটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়।
এ বিষয়ে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, বেলা ৩টার পর থেকে হঠাৎ দমকা হাওয়ায় পদ্মা উত্তাল হয়ে পড়ে। যে কারণে নৌদুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
ফেরি চলাচল বন্ধ থাকায় কিছু যানবাহন নদী পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন গাড়িচালক ও যাত্রীরা। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে আবার ফেরি চলাচল শুরু হবে বলে জানান ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন।