হোম > সারা দেশ > রাজবাড়ী

রাজবাড়ীতে মেইল ট্রেনের বগি লাইনচ্যুত

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর দৌলতদিয়া থেকে ছেড়ে আসা খুলনাগামী নকশিকাঁথা মেইল ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ সোমবার উপজেলার দৌলতদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রাজবাড়ী রেলওয়ে স্টেশনের মাস্টার তন্ময় দত্ত বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, উদ্ধারকারী ট্রেনটি বেলা সাড়ে ৩টার সময় রাজবাড়ী রেলওয়ে স্টেশন অতিক্রম করে ঘটনা স্থলে পৌঁছে গেছে। উদ্ধার কাজ চলছে। কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে সেটা বলা যাচ্ছে না।

এর আগে বেলা ২টায় দৌলতদিয়া রেলস্টেশন থেকে খুলনার উদ্দেশে ছেড়ে আসা নকশিকাঁথা মেইল ট্রেনের একটি বগির পাঁচটি চাকা হঠাৎ লাইনচ্যুত হয়। এরপর থেকেই ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ঘটনার পরপরই পাকশী থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে।

অন্যদিকে পোড়াদাহ থেকে ছেড়ে আসা গোয়ালন্দ ঘাটগামী সাটল ট্রেনটি পাঁচুরিয়া স্টেশনে আটকা পড়েছে। কর্তৃপক্ষের নির্দেশনা পেলে ওই স্থান থেকেই ট্রেনটি পুনরায় পোড়াদাহের উদ্দেশ্যে ছেড়ে যাবে।

রেলওয়ে জিআরপি পুলিশ সদস‍্য আব্দুর রহমান বলেন, দৌলতদিয়া স্টেশন থেকে ছেড়ে আসার ১৫ মিনিট পর ট্রেন থেমে গেল। আমরা ট্রেন থেকে নেমে দেখি বগির পাঁচটি চাকা লাইটচ‍্যুত হয়েছে। এ ঘটনার কোনো হতাহত হয়নি। ঘটনার পর যাত্রীরা সড়ক পথে চলে গেছে। এরপর উদ্ধারকারী ট্রেনকে খবর দেওয়া হয়। ইতিমধ্যে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছে।

পাম্পকর্মীকে গাড়িচাপায় হত্যার কথা স্বীকার চালকের, যুবদল নেতাসহ কারাগারে

বিয়ের পাত্রী দেখতে যাওয়ার দিনই মেরে ফেলা হলো পাম্পকর্মী রিপনকে

তেলের দাম না দিয়ে পাম্পকর্মীকে গাড়িচাপায় হত্যা করে পালান সাবেক যুবদল নেতা, পরে আটক

রাজবাড়ীতে পদ্মায় ভেসে উঠছে কুমির, আতঙ্কে নদীতীরের মানুষ

ঘন কুয়াশায় ১২ ঘণ্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ

সাড়ে ৭ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু

রাজবাড়ীর ২টি আসন: কোন্দলেও আশাবাদী বিএনপি

রাজবাড়ীতে দুই পক্ষের সংঘর্ষে শিশু গুলিবিদ্ধ

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ