হোম > সারা দেশ > রাজবাড়ী

নিজ বাড়িতে ছাত্রলীগ নেতাকে গুলি করে হত‍্যা

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী সদর উপজেলায় এক ইউনিয়ন ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন তাঁর এক সহযোগী। গতকাল রোববার রাত ১০টার দিকে উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা এলাকার ওই ছাত্রলীগ নেতার নিজ বাড়িতে এ ঘটনা ঘটেছে।

পুলিশের প্রাথমিক ধারণা, অভ্যন্তরীণ কোন্দলের জেরে এ ঘটনা ঘটেছে। আজ সোমবার রাত পৌনে ৯টায় সবুজের মরদেহ উড়াকান্দা ফুটবল মাঠে জানাজা শেষে রাধাকান্তপুর কবরস্থানে দাফন করা হয়।

নিহত ছাত্রলীগ নেতা হলেন বরাট ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শেখ সুমন সবুজ (২৮)। তিনি ওই এলাকার সামছুল আলম বাবুর ছেলে। আহত হয়েছেন সজীব (২৭) নামের এক যুবক। সজীব একই এলাকার সোনাই সরদারের ছেলে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়রা বলছেন, নিহত ছাত্রলীগ নেতা শেখ সুমন সবুজ রাত ১০টার দিকে কয়েকজন সহযোগী নিয়ে ঘরে ব্যবসার হিসাব করছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাঁর ঘরের জানালা দিয়ে গুলি করে পালিয়ে যায়। সেখানে সবুজসহ দুজন গুলিবিদ্ধ হন। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায় পরিবারের লোকজন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সবুজ মারা যায়।

নিহত সবুজের প্রতিবেশী এবং জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক আরজু আজকের পত্রিকাকে বলেন, ‘সবুজসহ কয়েকজন পদ্মা নদীতে ভাড়ায় নৌকায় যাত্রী ঘোরানোর ব্যবসা করে। রাতে বাড়িতে বসে হিসাবনিকাশ করছিল। এ সময় জানালা দিয়ে দুর্বৃত্তরা গুলি করলে সে গুলিবিদ্ধ হয়। পরে ফরিদপুর নেওয়ার পথে সে মারা যায়।’

আরজু আরও বলেন, ‘আহত সজীবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ফরিদপুর থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।’

নিহত সবুজের মা সুজলা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘রাতে হঠাৎ আমি গুলির শব্দ পেয়ে এসে দেখি আমার ছেলে আর নেই। কারও সঙ্গে আমার ছেলের কোনো শত্রুতা নেই। যারা আমার ছেলেকে হত‍্যা করেছে, তাদের ফাঁসি চাই।’

নিহত সবুজের স্ত্রী সুফিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘রাজনৈতিক ও ব্যবসায়িক কারণে আমার স্বামীর অনেক শত্রু ছিল। পূর্বশত্রুতার জেরেই তাঁকে হত্যা করা হয়েছে। আমি আমার স্বামী হত্যার বিচার চাই।’

এ বিষয়ে রাজবাড়ী জেলা পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিজেদের অভ্যন্তরীণ বিষয়ে ঝামেলার কারণে এই হামলার ঘটনা ঘটেছে। এ বিষয়ে পুলিশ তদন্ত করছে। সেই সঙ্গে ঘটনার জড়িতদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি।’

পদ্মায় ড্রেজিং চলায় দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট বন্ধ

পদ্মায় ধরা পড়া কাতল মাছের দাম ১ লাখ ৮ হাজার টাকা

বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবক ও শিক্ষকদের মধ্যে তুমুল বাগ্‌বিতণ্ডা

পদ্মার চরে কৃষককে রাসেলস ভাইপারের ছোবল, জীবিত সাপ নিয়ে হাসপাতালে

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন যুবদল নেতা

পদ্মা ব্যারাজের দাবিতে লংমার্চ হাবাসপুর করা হবে: মনির হায়দার

হত্যা মামলায় চার আসামির যাবজ্জীবন

রাজবাড়ীর নুরাল পাগলার দরবারে হামলা, লুটপাটের আড়াই মাস পর মামলা

পদ্মায় ধরা পড়ল ২৪ কেজি ওজনের কাতল, বিক্রি হলো ৬৬ হাজার টাকায়

পদ্মার এক কাতল বিক্রি ৫৫ হাজার টাকায়