হোম > সারা দেশ > রাজবাড়ী

গুন্ডামি-চাঁদাবাজি বন্ধ হয়নি, হাতবদল হয়েছে: মুফতি ফয়জুল করীম

রাজবাড়ী প্রতিনিধি

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহা. ফয়জুল করীম বলেছেন, ‘৫ আগস্টের পর এ দেশে হাত পরিবর্তন হয়েছে। কিন্তু গুন্ডামি, চাঁদাবাজি ও দুর্নীতি পরিবর্তন হয়নি। গুন্ডামি, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে জনগণকে ঐকমত্য হতে হবে। আপনারা শপথ নিন, যে দলের মধ্যে চাঁদাবাজ আছে, খুনি আছে, ধর্ষক আছে আমরা তাদের ভোট দেব না।’

আজ বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ীর রেলগেট শহীদ স্মৃতি চত্বরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের রাজবাড়ী জেলা শাখা আয়োজিত গণ-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ফয়জুল করীম এসব কথা বলেন।

মুফতি ফয়জুল করীম আরও বলেন, ভবিষ্যতে দুর্নীতি ও জালেমমুক্ত দেশ গড়তে ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতা নয়, নীতির পরিবর্তন করতে চায়। ভবিষ্যতে দেশ গড়তে হাতপাখার জন্য কাজ করার ও ইসলামের দাওয়াত দেওয়ার আহ্বান জানান তিনি। 

ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সভাপতি মুফতি শামসুল হুদার সভাপতিত্বে গণ-সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা আমীনুল ইসলাম কাশেমী, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ফরিদপুরের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. গোলাম কিবরিয়া প্রমুখ।

বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবক ও শিক্ষকদের মধ্যে তুমুল বাগ্‌বিতণ্ডা

পদ্মার চরে কৃষককে রাসেলস ভাইপারের ছোবল, জীবিত সাপ নিয়ে হাসপাতালে

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন যুবদল নেতা

পদ্মা ব্যারাজের দাবিতে লংমার্চ হাবাসপুর করা হবে: মনির হায়দার

হত্যা মামলায় চার আসামির যাবজ্জীবন

রাজবাড়ীর নুরাল পাগলার দরবারে হামলা, লুটপাটের আড়াই মাস পর মামলা

পদ্মায় ধরা পড়ল ২৪ কেজি ওজনের কাতল, বিক্রি হলো ৬৬ হাজার টাকায়

পদ্মার এক কাতল বিক্রি ৫৫ হাজার টাকায়

রাজবাড়ীতে হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

জুলাই সনদে বিএনপির স্বাক্ষরিত পাতা নেই, অন্য পাতা জমা দিয়েছে: রিজভী