হোম > সারা দেশ > রাজবাড়ী

নিজের পাতা ইঁদুর মারার ফাঁদে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল কৃষকের

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে ধানখেতে নিজের পাতা ইঁদুর মারার ফাঁদে বিদ্যুতায়িত হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে রাজবাড়ী সদর উপজেলার বাণীবহ ইউনিয়নের আটদাপুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

মৃত ওই কৃষকের নাম মোতালেব সরদার (৭২)। তিনি সদর উপজেলার বাণীবহ ইউনিয়নের আটদাপুনিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। 

এলাকাবাসী জানায়, ধানখেতে ইঁদুরের উপদ্রব ঠেকাতে মোতালেব সরদার বিদ্যুৎ সংযোগ দিয়ে খোলা তাঁর টাঙিয়ে ইঁদুর মারার ফাঁদ পেতেছিলেন। তিনি রাতের বেলা বিদ্যুৎ সংযোগ চালু করতেন এবং সকালে সেটি বিচ্ছিন্ন করে রাখতেন। গতকাল রোববার রাতে বিদ্যুৎ সংযোগ চালু করার পর সকালে সেটি বিচ্ছিন্ন করতে ভুলে যান। 

আজ সকালে ধানখেতে কাজ করতে গেলে বিদ্যুতায়িত হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। মোতালেব সরদার দীর্ঘক্ষণ বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাঁকে খুঁজতে গিয়ে ধানখেতে মরদেহ দেখতে পান। 

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবক ও শিক্ষকদের মধ্যে তুমুল বাগ্‌বিতণ্ডা

পদ্মার চরে কৃষককে রাসেলস ভাইপারের ছোবল, জীবিত সাপ নিয়ে হাসপাতালে

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন যুবদল নেতা

পদ্মা ব্যারাজের দাবিতে লংমার্চ হাবাসপুর করা হবে: মনির হায়দার

হত্যা মামলায় চার আসামির যাবজ্জীবন

রাজবাড়ীর নুরাল পাগলার দরবারে হামলা, লুটপাটের আড়াই মাস পর মামলা

পদ্মায় ধরা পড়ল ২৪ কেজি ওজনের কাতল, বিক্রি হলো ৬৬ হাজার টাকায়

পদ্মার এক কাতল বিক্রি ৫৫ হাজার টাকায়

রাজবাড়ীতে হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

জুলাই সনদে বিএনপির স্বাক্ষরিত পাতা নেই, অন্য পাতা জমা দিয়েছে: রিজভী