হোম > সারা দেশ > রাজবাড়ী

গোয়ালন্দে লোকালয়ে চার মুখপোড়া হনুমান

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানাসহ গোয়ালন্দ বাজার এলাকায় ঘুরে বেড়াচ্ছে মুখপোড়া চারটি হনুমান। সারা দিন এ-গাছ থেকে ও-গাছ, বাড়ির ছাদসহ বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় তারা। এক নজর দেখার জন্য বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভিড় জমাচ্ছেন।

এরই মধ্যে এলাকার মানুষের সঙ্গে বেশ সখ্য গড়ে তুলেছে হনুমানগুলো। কেউ হনুমানের কাছে যাওয়ার জন‍্য কলাসহ বিভিন্ন খাবার দিচ্ছে। রাতে হনুমানগুলো অবস্থান করে গাছের উঁচু ডালে অথবা কোনো বাড়ির ছাদে।

স্থানীয় বাসিন্দা বাবুল হোসেন বলেন, কয়েক দিন ধরেই চারটি হনুমান বিভিন্ন গাছে ও বাড়ির ছাদে ঘুরে বেড়াচ্ছে। মানুষ দেখতে আসছে। তাদের খাবারও দিচ্ছে। এখন পর্যন্ত কারও ক্ষতি করেনি হনুমানগুলো। তবে যাদের বাড়ির ছাদে অবস্থান করে তারা কিছুটা আতঙ্কের মধ্যে আছে।

আরেক স্থানীয় বাসিন্দা শেখ আবু জাফর বলেন, হনুমানগুলোকে কেউ বিরক্ত না করলে তারা আক্রমণাত্মক আচরণ করে না। তবে আগে একাধিক হনুমান এ এলাকায় এসে কয়েক দিন পর বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়ার ঘটনা ঘটেছে। তাই এই হনুমানগুলো উদ্ধার করে তাদের প্রকৃত আবাসস্থলে ফিরিয়ে নেওয়া উচিত।

স্থানীয় বাসিন্দাদের ধারণা যশোরের কেশবপুর থেকে এসব হনুমান গোয়ালন্দে এসেছে। কেশবপুর থেকে ঢাকা যাওয়া পণ্যবাহী কোনো ট্রাকে হয়তো চেপে বসেছিল হনুমানগুলো। পথে গোয়ালন্দে নেমে পড়ে।

গোয়ালন্দের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, দলছুট হনুমানগুলো এ এলাকার মেহমানের মতো। এদের যাতে কেউ বিরক্ত না করে সে ব্যাপারে দৃষ্টি রাখা হয়েছে। তা ছাড়া হনুমানগুলো বেশির ভাগ সময় গোয়ালন্দ ঘাট থানায় নিরাপদে অবস্থান করে। স্থানীয় অনেকেই এদের খাবার দিচ্ছে। খাবার সংকট হলে প্রশাসনের পক্ষ থেকেও খাবারের ব্যবস্থা করা হবে।

বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবক ও শিক্ষকদের মধ্যে তুমুল বাগ্‌বিতণ্ডা

পদ্মার চরে কৃষককে রাসেলস ভাইপারের ছোবল, জীবিত সাপ নিয়ে হাসপাতালে

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন যুবদল নেতা

পদ্মা ব্যারাজের দাবিতে লংমার্চ হাবাসপুর করা হবে: মনির হায়দার

হত্যা মামলায় চার আসামির যাবজ্জীবন

রাজবাড়ীর নুরাল পাগলার দরবারে হামলা, লুটপাটের আড়াই মাস পর মামলা

পদ্মায় ধরা পড়ল ২৪ কেজি ওজনের কাতল, বিক্রি হলো ৬৬ হাজার টাকায়

পদ্মার এক কাতল বিক্রি ৫৫ হাজার টাকায়

রাজবাড়ীতে হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

জুলাই সনদে বিএনপির স্বাক্ষরিত পাতা নেই, অন্য পাতা জমা দিয়েছে: রিজভী