হোম > সারা দেশ > রাজবাড়ী

সাড়ে ৯ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল শুরু

রাজবাড়ী প্রতিনিধি

ঘন কুয়াশার কারণে প্রায় সাড়ে ৯ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌ-রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয়। 

গতকাল দিবাগত রাত ১টা থেকে কুয়াশার কারণে এই রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এতে মাঝ নদীতে আটকা পড়ে ৩টি ফেরি। 

এদিকে ফেরি চলাচল বন্ধে ঘাটে বেশ কিছু যানবাহন আটকে থাকায় ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা। সকাল পর্যন্ত ঘাট এলাকায় সৃষ্টি হয় দুই কিলোমিটার যানবাহনের সারি। 

শনিবার সকালে সরেজমিন দেখা যায়, ঘাট এলাকা কুয়াশায় ঢাকা পড়েছে। রাত একটা থেকে ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটে ফেরিগুলো নোঙর করে রাখা হয়েছে। অন্যদিকে ফেরি চলাচল বন্ধ থাকার কারণে ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের দুই কিলোমিটার এলাকা পর্যন্ত যানবাহনের সারি সৃষ্টি হয়েছে। সারা রাত আটকে থাকায় তীব্র শীতে চরম দুর্ভোগের শিকার হচ্ছে চালক ও যাত্রীরা। 

যশোর থেকে ছেড়ে আসা রয়েল এক্সপ্রেস পরিবহনের যাত্রী আলমগীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ভোরে যশোর থেকে রওনা দিয়েছি। সকাল ৯টায় ঘাটে এসে জানতে পারি, ফেরি চলাচল বন্ধ। ঘাটে গাড়ির লম্বা সিরিয়াল সৃষ্টি হয়েছে।’ 

আরেক যাত্রী সোবাহান মোল্লা আজকের পত্রিকাকে বলেন, ‘জরুরি কাজে ছেলেকে সঙ্গে নিয়ে ঢাকায় যাচ্ছি। ভোর ৬টা থেকে ঘাটে এসে বসে ছিলাম। ছোট শিশুটিকে নিয়ে খুবই দুর্ভোগ পোহাতে হচ্ছে।’ 

ঝিনাইদহ থেকে ছেড়ে আসা ট্রাকচালক ইসলাম সরদার আজকের পত্রিকাকে বলেন, ‘রাত একটা থেকে ঘাটে এসে বসে আছি। ভোরে ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও ১০টা বাজল ফেরি চলাচল স্বাভাবিক হতে। সারা রাত শীতে কষ্ট পোহাতে হয়েছে।’ 

এ বিষয়ে বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের উপ মহাব্যবস্থাপক মো. খালেদ নেওয়াজ আজকের পত্রিকাকে বলেন, ‘রাত ১টার দিকে হঠাৎ করে কুয়াশার ঘনত্ব বেড়ে যায়। সে সময় নদীপথ দৃষ্টিসীমার বাইরে চলে গেলে নৌ দুর্ঘটনা এড়াতে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। সে সময় কিছু যানবাহন আটকা পড়ে। এতে দুর্ভোগের শিকার হয় চালক ও যাত্রীরা। কুয়াশা কেটে যাওয়ায় সকাল সাড়ে ১০টা থেকে পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়।’ 

পদ্মায় ড্রেজিং চলায় দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট বন্ধ

পদ্মায় ধরা পড়া কাতল মাছের দাম ১ লাখ ৮ হাজার টাকা

বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবক ও শিক্ষকদের মধ্যে তুমুল বাগ্‌বিতণ্ডা

পদ্মার চরে কৃষককে রাসেলস ভাইপারের ছোবল, জীবিত সাপ নিয়ে হাসপাতালে

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন যুবদল নেতা

পদ্মা ব্যারাজের দাবিতে লংমার্চ হাবাসপুর করা হবে: মনির হায়দার

হত্যা মামলায় চার আসামির যাবজ্জীবন

রাজবাড়ীর নুরাল পাগলার দরবারে হামলা, লুটপাটের আড়াই মাস পর মামলা

পদ্মায় ধরা পড়ল ২৪ কেজি ওজনের কাতল, বিক্রি হলো ৬৬ হাজার টাকায়

পদ্মার এক কাতল বিক্রি ৫৫ হাজার টাকায়