বাসমালিকদের সুবিধা দেওয়ার জন্য কখনো ট্রেন বন্ধ করা হবে না বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম। তিনি বলেছেন, ট্রেন বন্ধ করে বাসমালিকদের সুবিধা দেব—এগুলো ব্যক্তিত্বহীন মানুষের পরিচয়। কোনো অবস্থাতেই রেলকে ব্যবহার করে কেউ সুবিধা নেবে—এই সুযোগ দেওয়া হবে না।
আজ শনিবার বেলা ২টার দিকে রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদ চত্বরে কৃষিমেলা উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, ‘বাসমালিকদের সুবিধার জন্য ট্রেন বন্ধ করার প্রশ্নই আসে না। আমরা আগেই বলেছি, আমাদের সম্পদ সীমিত। আমরা চেষ্টা করছি রেলের সব ব্যবস্থাই চালু রাখার জন্য। মাঝে মাঝে ইঞ্জিনগুলোর একটু যান্ত্রিক ত্রুটির কারণে কয়েকটি ট্রেন বন্ধ হয়ে যায়। আমাদের লোকমোটিভ মাস্টার (ড্রাইভার) নেই। ইতিপূর্বেই লোকমোটিভ মাস্টার পদে নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু ট্রেন বন্ধ করে বাসমালিকদের সুবিধা দেব—এগুলো ব্যক্তিত্বহীন মানুষের পরিচয়।’
রেল নিয়ে গুজব ছড়ানো প্রসঙ্গে তিনি বলেন, ‘গুজব ছড়ানো আমাদের একটা স্বভাব। একশ্রেণির মানুষের কাজই শুধু গুজব সৃষ্টি করা। এ দেশের কোনো উন্নয়ন তাদের সহ্য হয় না। এখন কোনো প্রকার গুজবে কান দেওয়ার সুযোগ নেই। কথায় আছে, কোনো কাজ না থাকলে আমরা বসে বসে চিড়ে চাবাই এবং গুজব সৃষ্টি করি। এখন রেলকে একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করাই আমাদের মূল লক্ষ্য।’