হোম > সারা দেশ > রাজবাড়ী

পাংশায় স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি আত্মহত্যা

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর পাংশায় এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার মৌরাট ইউনিয়নের পূর্ববাগদুলী গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

মৃত স্কুলছাত্রীর নাম জুথি (১২)। সে গ্রামের সাজিদুর রহমান মন্ডলের মেয়ে এবং বাগদুলী উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। 

স্কুলছাত্রীর পরিবার জানায়, জুথি পড়াশোনায় মনোযোগী ছিল না। পড়াশোনায় মনোযোগী হওয়ার বিষয়ে চাপ দিলে আত্মহত্যার পথ বেছে নেয়। আজ সকালে জুথি তার ওড়না গলায় পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলে পড়ে। পরিবারের সদস্যরা উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক পলাশ শিকাদর বলেন, সকালে জুথি নামের এক স্কুলছাত্রীকে হাসপাতালে নিয়ে আসে তার স্বজনেরা। আমরা তাকে মৃত অবস্থায় পাই। পরে থানা-পুলিশকে খবর দেওয়া হয়। 

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, সকালে হাসপাতাল থেকে সংবাদ পেয়ে পুলিশ ফোর্স পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি লেখাপড়ার বিষয়ে নিহতের মা-বাবা চাপ দেওয়ায় অভিমানে আত্মহত্যা করেছে। তবে এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না, ক্ষতিয়ে দেখা হচ্ছে।

রাজবাড়ীতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে গলা কেটে হত্যা

রাজবাড়ীতে ভ্যানে ট্রাকের ধাক্কা, যুবক নিহত

সুদানে হামলা: নিহত শান্তিরক্ষী শামীমের বাড়িতে কান্নার রোল

পদ্মায় ড্রেজিং চলায় দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট বন্ধ

পদ্মায় ধরা পড়া কাতল মাছের দাম ১ লাখ ৮ হাজার টাকা

বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবক ও শিক্ষকদের মধ্যে তুমুল বাগ্‌বিতণ্ডা

পদ্মার চরে কৃষককে রাসেলস ভাইপারের ছোবল, জীবিত সাপ নিয়ে হাসপাতালে

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন যুবদল নেতা

পদ্মা ব্যারাজের দাবিতে লংমার্চ হাবাসপুর করা হবে: মনির হায়দার

হত্যা মামলায় চার আসামির যাবজ্জীবন