হোম > সারা দেশ > রাজবাড়ী

পদ্মায় ধরা পড়ল ১৬ কেজির কাতল

প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)

রাজবাড়ীর গোয়ালন্দের পদ্মায় মানিকগঞ্জ জেলার জেলে সালাম হালদারের জালে ধরা পড়েছে ১৬ কেজি ওজনের এক বিশাল কাতল মাছ। আজ বুধবার সকাল ৭টার দিকে এই মাছটি জালে ধরা পড়ে। পরে মাছটি দৌলতদিয়া ঘাটের শাহজাহান শেখের মৎস্য আড়তে আনা হলে তিনি ১ হাজার ৪শ টাকা কেজি দরে মাছটি কিনে নেন। 

মাছ ব্যবসায়ী শাজাহান শেখ বলেন, পদ্মার মাছ এমনিতেই সুস্বাদু। তারপর যদি আকারে বড় হয় তাহলে তো কথাই নেই। সব সময় পদ্মার মাছের চাহিদা বেশি থাকে। বড় বড় ব্যবসায়ী ও শিল্পপতিরা আগে থেকেই বলে রাখেন। এ জন্য বড় মাছ ধরা পড়লেই তাঁদের সঙ্গে যোগাযোগ করা হয়। 

তিনি আরও জানান, মাছটি বিক্রির জন্য ঢাকার কয়েক জায়গায় যোগাযোগ করা হয়েছে। কেজিতে এক শ থেকে দু শ টাকা লাভ পেলেই বিক্রি করে দেব। 

এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, এখন পদ্মা নদীতে ইলিশ মাছের আকাল থাকলেও বড় বড় বাগাইড়, চিতল, বোয়াল, কাতল, রুই, পাঙাশসহ নানান মাছ পাওয়া যাবে। তবে মিঠা পানির সুস্বাদু এত বড় মাছ নদীতে এখন খুব একটা দেখা যায় না। এ ধরনের মাছ সাধারণত ফ্যাসন, দশন, কৌনা, কচাল ও চাকা ওয়ালা ঘাইলা ব্যার জালে ধরা পরে। 

রাজবাড়ীতে ভ্যানে ট্রাকের ধাক্কা, যুবক নিহত

সুদানে হামলা: নিহত শান্তিরক্ষী শামীমের বাড়িতে কান্নার রোল

পদ্মায় ড্রেজিং চলায় দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট বন্ধ

পদ্মায় ধরা পড়া কাতল মাছের দাম ১ লাখ ৮ হাজার টাকা

বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবক ও শিক্ষকদের মধ্যে তুমুল বাগ্‌বিতণ্ডা

পদ্মার চরে কৃষককে রাসেলস ভাইপারের ছোবল, জীবিত সাপ নিয়ে হাসপাতালে

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন যুবদল নেতা

পদ্মা ব্যারাজের দাবিতে লংমার্চ হাবাসপুর করা হবে: মনির হায়দার

হত্যা মামলায় চার আসামির যাবজ্জীবন

রাজবাড়ীর নুরাল পাগলার দরবারে হামলা, লুটপাটের আড়াই মাস পর মামলা