হোম > সারা দেশ > রাজবাড়ী

বয়সে বাপের চেয়ে বড় ছেলে, জন্ম তারিখ বিভ্রাটে ভাতা পাচ্ছেন না শহর আলী

প্রতিনিধি

রাজবাড়ী: বাবা থেকে চার বছরের ছোট ছেলে, স্বামীর থেকে স্ত্রী ১১ বছরের বড়। এমন ঘটনা ঘটেছে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায়। জাতীয় পরিচয়পত্রে বয়সের গরমিল থাকার কারণে বয়স্ক ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন উপজেলার নারুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শহর আলী (৭৫)।

শহর আলী, তার স্ত্রী ঝর্ণা বেগম ও ছেলে স্বপনের জাতীয় পরিচয়পত্রে দেখা যায়, শহর আলীর জন্ম তারিখ ১৮ আগস্ট, ১৯৬৩; স্ত্রী ঝর্ণা বেগমের জন্ম তারিখ ১৭ মে,১৯৫২; আর একমাত্র ছেলে মো. স্বপনের জন্ম তারিখ ৫ ফেব্রুয়ারি, ১৯৬৭। এ হিসেবে শহর আলীর বয়স ৫৮ বছর, তার স্ত্রী ঝর্ণা বেগমের বয়স ৬৯ বছর আর ছেলে স্বপনের বয়স ৫৪ বছর।

শহর আলী জানান, বিয়ের পর ছেলে আলাদা থাকেন। পেশায় দিনমজুর। বয়সের ভারে এখন আর কাজ কর্ম করতে পারেন না। আয় রোজগার না থাকায় খেয়ে না খেয়ে কোনোমতে চলছে দুজনের সংসার। একটি ভাতার কার্ড চেয়েছিলেন চেয়ারম্যানের কাছে। কার্ড বিভাগ থেকে বলা হয়েছে, তাঁর বয়স হয়নি। জাতীয় পরিচয়পত্রে তিনি ছাড়া বাকি দুজনের বয়স ঠিকই আছে। আমি মূর্খ মানুষ। লেখাপড়া জানি না। ভালোমন্দ কিছু বুঝিও না। এটা কীভাবে ঠিক করবো তাও জানি না।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে নারুয়া ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম বলেন, জাতীয় পরিচয়পত্র অনুযায়ী শহর আলীর বয়স ৬৫ বছর হয়নি। ফলে তিনি বয়স্ক ভাতা পাচ্ছেন না। তাঁর জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য আমার পক্ষ থেকে যা করণীয় সেটা করবো।

বালিয়াকান্দি উপজেলা নির্বাচন কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ জানান, জন্মতারিখ সংশোধন করতে গেলে কিছু প্রমাণ দিতে হয়। সেক্ষেত্রে বিয়ের কাবিননামা, ভাই-বোন বা আপনজনের কার্ডের ফটোকপি নিয়ে আসতে হবে। এসব মিলিয়ে দেখে যদি সত্যিই গরমিল থাকে তাহলে সংশোধন করা যেতে পারে।

পাম্পকর্মীকে গাড়িচাপায় হত্যার কথা স্বীকার চালকের, যুবদল নেতাসহ কারাগারে

বিয়ের পাত্রী দেখতে যাওয়ার দিনই মেরে ফেলা হলো পাম্পকর্মী রিপনকে

তেলের দাম না দিয়ে পাম্পকর্মীকে গাড়িচাপায় হত্যা করে পালান সাবেক যুবদল নেতা, পরে আটক

রাজবাড়ীতে পদ্মায় ভেসে উঠছে কুমির, আতঙ্কে নদীতীরের মানুষ

ঘন কুয়াশায় ১২ ঘণ্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ

সাড়ে ৭ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু

রাজবাড়ীর ২টি আসন: কোন্দলেও আশাবাদী বিএনপি

রাজবাড়ীতে দুই পক্ষের সংঘর্ষে শিশু গুলিবিদ্ধ

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ