হোম > সারা দেশ > রাজবাড়ী

বয়সে বাপের চেয়ে বড় ছেলে, জন্ম তারিখ বিভ্রাটে ভাতা পাচ্ছেন না শহর আলী

প্রতিনিধি

রাজবাড়ী: বাবা থেকে চার বছরের ছোট ছেলে, স্বামীর থেকে স্ত্রী ১১ বছরের বড়। এমন ঘটনা ঘটেছে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায়। জাতীয় পরিচয়পত্রে বয়সের গরমিল থাকার কারণে বয়স্ক ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন উপজেলার নারুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শহর আলী (৭৫)।

শহর আলী, তার স্ত্রী ঝর্ণা বেগম ও ছেলে স্বপনের জাতীয় পরিচয়পত্রে দেখা যায়, শহর আলীর জন্ম তারিখ ১৮ আগস্ট, ১৯৬৩; স্ত্রী ঝর্ণা বেগমের জন্ম তারিখ ১৭ মে,১৯৫২; আর একমাত্র ছেলে মো. স্বপনের জন্ম তারিখ ৫ ফেব্রুয়ারি, ১৯৬৭। এ হিসেবে শহর আলীর বয়স ৫৮ বছর, তার স্ত্রী ঝর্ণা বেগমের বয়স ৬৯ বছর আর ছেলে স্বপনের বয়স ৫৪ বছর।

শহর আলী জানান, বিয়ের পর ছেলে আলাদা থাকেন। পেশায় দিনমজুর। বয়সের ভারে এখন আর কাজ কর্ম করতে পারেন না। আয় রোজগার না থাকায় খেয়ে না খেয়ে কোনোমতে চলছে দুজনের সংসার। একটি ভাতার কার্ড চেয়েছিলেন চেয়ারম্যানের কাছে। কার্ড বিভাগ থেকে বলা হয়েছে, তাঁর বয়স হয়নি। জাতীয় পরিচয়পত্রে তিনি ছাড়া বাকি দুজনের বয়স ঠিকই আছে। আমি মূর্খ মানুষ। লেখাপড়া জানি না। ভালোমন্দ কিছু বুঝিও না। এটা কীভাবে ঠিক করবো তাও জানি না।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে নারুয়া ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম বলেন, জাতীয় পরিচয়পত্র অনুযায়ী শহর আলীর বয়স ৬৫ বছর হয়নি। ফলে তিনি বয়স্ক ভাতা পাচ্ছেন না। তাঁর জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য আমার পক্ষ থেকে যা করণীয় সেটা করবো।

বালিয়াকান্দি উপজেলা নির্বাচন কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ জানান, জন্মতারিখ সংশোধন করতে গেলে কিছু প্রমাণ দিতে হয়। সেক্ষেত্রে বিয়ের কাবিননামা, ভাই-বোন বা আপনজনের কার্ডের ফটোকপি নিয়ে আসতে হবে। এসব মিলিয়ে দেখে যদি সত্যিই গরমিল থাকে তাহলে সংশোধন করা যেতে পারে।

রাজবাড়ীতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে গলা কেটে হত্যা

রাজবাড়ীতে ভ্যানে ট্রাকের ধাক্কা, যুবক নিহত

সুদানে হামলা: নিহত শান্তিরক্ষী শামীমের বাড়িতে কান্নার রোল

পদ্মায় ড্রেজিং চলায় দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট বন্ধ

পদ্মায় ধরা পড়া কাতল মাছের দাম ১ লাখ ৮ হাজার টাকা

বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবক ও শিক্ষকদের মধ্যে তুমুল বাগ্‌বিতণ্ডা

পদ্মার চরে কৃষককে রাসেলস ভাইপারের ছোবল, জীবিত সাপ নিয়ে হাসপাতালে

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন যুবদল নেতা

পদ্মা ব্যারাজের দাবিতে লংমার্চ হাবাসপুর করা হবে: মনির হায়দার

হত্যা মামলায় চার আসামির যাবজ্জীবন