হোম > সারা দেশ > রাজবাড়ী

৩ দিন পর রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল শুরু

রাজবাড়ী প্রতিনিধি

ফরিদপুরের গোল্ডেন লাইন পরিবহনের সঙ্গে দ্বন্দ্বের জেরে তিন দিন পর রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর থেকে এই রুটে বাস চলাচল শুরু হয়। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোল্ডেন লাইন পরিবহনের দুটি ট্রিপ রাজবাড়ীর ওপর দিয়ে যাওয়ার কথা থাকলেও তারা কথা রাখছে না। চার-পাঁচটি ট্রিপ চালাচ্ছে। এ কারণে গোল্ডেন লাইনের বাস চলাচলে বাধা দেওয়া হয়। এর জেরে গত রোববার রাতে গাবতলী বাস টার্মিনালে রাজবাড়ীর সব বাস কাউন্টার বন্ধ করে দেওয়া হয়। এরপর সোমবার ভোর থেকেই ঢাকা-রাজবাড়ী রুটে সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে যায়। 

রাজবাড়ী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন বলেন, আজ রাজবাড়ী জেলা প্রশাসকের সঙ্গে রাজবাড়ী বাস মালিক সমিতির মিটিং হয়েছে। মিটিংয়ে জেলা প্রশাসক আবু কায়সার খান জানিয়েছেন আগামী রোববার ঢাকা বিভাগীয় কমিশনারের সঙ্গে রাজবাড়ী বাস মালিক সমিতি, গোল্ডেন লাইন পরিবহন কর্তৃপক্ষ ও বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের বৈঠক হবে। সেই বৈঠকে গোল্ডেন লাইনের সঙ্গে দ্বন্দ্বের বিষয়ে সমাধান হবে। 

আব্দুর রাজ্জাক লিটন আরও বলেন, জেলা প্রশাসক বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনার পর থেকে বাস চলাচল শুরু হয়।

পাম্পকর্মীকে গাড়িচাপায় হত্যার কথা স্বীকার চালকের, যুবদল নেতাসহ কারাগারে

বিয়ের পাত্রী দেখতে যাওয়ার দিনই মেরে ফেলা হলো পাম্পকর্মী রিপনকে

তেলের দাম না দিয়ে পাম্পকর্মীকে গাড়িচাপায় হত্যা করে পালান সাবেক যুবদল নেতা, পরে আটক

রাজবাড়ীতে পদ্মায় ভেসে উঠছে কুমির, আতঙ্কে নদীতীরের মানুষ

ঘন কুয়াশায় ১২ ঘণ্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ

সাড়ে ৭ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু

রাজবাড়ীর ২টি আসন: কোন্দলেও আশাবাদী বিএনপি

রাজবাড়ীতে দুই পক্ষের সংঘর্ষে শিশু গুলিবিদ্ধ

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ