হোম > সারা দেশ > রাজবাড়ী

রাজবাড়ীতে কুকুর ও বিড়ালের কামড়ে আহত ৯

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি 

প্রতীকী ছবি

রাজবাড়ীর পাংশা উপজেলায় কুকুর ও বিড়ালের কামড়ে নারী, শিশু ও বৃদ্ধসহ ৯ জন আহত হয়েছেন। আজ সোমবার (২ ডিসেম্বর) পাংশা পৌরসভাসহ বাহাদুরপুর, মৌরাট, সরিষা ও বাবুপাড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। ভোর সাড়ে ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত এসব ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সকালে উল্লেকিত এলাকায় বাড়ির বাইরে নিজ কাজে বেরিয়েছিলেন তাঁরা। এ সময় হঠাৎ করে একাধিক কুকুর ও বিড়াল এসে তাদের ওপর আতক্রমণ করে।

কুকুরের কামড়ে আহতারা হলেন—সুজানগর গ্রামে মো. কাশেম আলী (৫৩), রুপিয়াট গ্রামের সুজন (১১), বেচপাড়া গ্রামের মারিয়া (৪), সরিষা গ্রামের ফাহমিদা (১২), চরমুদিপুর গ্রামের জান্নাত (১০), নারায়ণপুর গ্রাম স্বাধীন (২৩)।

বিড়ালের কামড়ে আহতরা হলেন—গোপীনাথপুর গ্রামের ওমর ওসমান (২৭), দর্গাতলা গ্রামের তাইবা নাজনীন (৩), হাঠবনগ্রামের ইমরুল হাসান (২৪)।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কুতুব আহমেদ জানান, আহত সবাইকে চিকিৎসা ও প্রয়োজনীয় ভ্যাকসিন দেওয়া হয়েছে। তিনি বলেন, এই সময়ে কুকুর ও বিড়াল কামড়ানোর প্রবণতা বাড়ে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. আবু দারদা বলেন, ‘বিষয়টি অবগত হয়েছি। স্বল্প দিন হয়েছে এখানে যোগদান করেছি। বিগত দিনে কীভাবে কুকুর নিধন করা হয়েছ, তা বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

রাজবাড়ীতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে গলা কেটে হত্যা

রাজবাড়ীতে ভ্যানে ট্রাকের ধাক্কা, যুবক নিহত

সুদানে হামলা: নিহত শান্তিরক্ষী শামীমের বাড়িতে কান্নার রোল

পদ্মায় ড্রেজিং চলায় দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট বন্ধ

পদ্মায় ধরা পড়া কাতল মাছের দাম ১ লাখ ৮ হাজার টাকা

বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবক ও শিক্ষকদের মধ্যে তুমুল বাগ্‌বিতণ্ডা

পদ্মার চরে কৃষককে রাসেলস ভাইপারের ছোবল, জীবিত সাপ নিয়ে হাসপাতালে

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন যুবদল নেতা

পদ্মা ব্যারাজের দাবিতে লংমার্চ হাবাসপুর করা হবে: মনির হায়দার

হত্যা মামলায় চার আসামির যাবজ্জীবন