হোম > সারা দেশ > রাজবাড়ী

গৃহবধূকে হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ

কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর কালুখালী উপজেলায় যৌতুকের দাবিতে গৃহবধূ জেসমিন আক্তারের (২২) হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। আজ রোববার সকালে কালুখালীর চাঁদপুর বঙ্গবন্ধু চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে নিহত জেসমিনের পিতা আবু বক্কার বিশ্বাস, রোকন শেখ, সাঈদ, মোশারফ হোসেন, নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘বিয়ের পর থেকে জেসমিনের স্বামী সেতু যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করত। গত মাসেও সেতুকে ১ লাখ টাকা দেওয়া হয়। তাতে সেতু ও তাঁর পরিবারের মন ভরেনি। এ জন্য সেতু ও তাঁর বোন আকলিমা মিলে জেসমিনকে পিটিয়ে হত্যা করেছে। আমরা হত্যাকারীদের ফাঁসির দাবি জানাই।’ 

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুল হাসান বলেন, ‘এ ব্যাপারে গৃহবধূ জেসমিন আক্তারের পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার ভিত্তিতে জেসমিনের স্বামী সেতুকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলা তদন্তের পর বোঝা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা। 

উল্লেখ্য, কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামের জেসমিন আক্তারকে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগ ওঠে। এ অভিযোগ আসে তাঁর স্বামী একই ইউনিয়নের মহিমশাহী চাঁদপুর গ্রামের ফজলু শেখের ছেলে সেতু শেখের বিরুদ্ধে। এ ব্যাপারে নিহত জেসমিন আক্তারের পরিবারের পক্ষ থেকে গত ৭ এপ্রিল কালুখালী থানায় মামলা দায়ের করা হলে পুলিশ অভিযুক্ত সেতুকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে।

রাজবাড়ীতে পদ্মায় ভেসে উঠছে কুমির, আতঙ্কে নদীতীরের মানুষ

ঘন কুয়াশায় ১২ ঘণ্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ

সাড়ে ৭ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু

রাজবাড়ীর ২টি আসন: কোন্দলেও আশাবাদী বিএনপি

রাজবাড়ীতে দুই পক্ষের সংঘর্ষে শিশু গুলিবিদ্ধ

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

মাহিন্দ্রচাপায় প্রাণ গেল কৃষকের

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

জমির আইল কাটা নিয়ে দুই ভাইয়ের মারামারি, প্রাণ গেল কৃষকের