হোম > সারা দেশ > রাজবাড়ী

গৃহবধূকে হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ

কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর কালুখালী উপজেলায় যৌতুকের দাবিতে গৃহবধূ জেসমিন আক্তারের (২২) হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। আজ রোববার সকালে কালুখালীর চাঁদপুর বঙ্গবন্ধু চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে নিহত জেসমিনের পিতা আবু বক্কার বিশ্বাস, রোকন শেখ, সাঈদ, মোশারফ হোসেন, নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘বিয়ের পর থেকে জেসমিনের স্বামী সেতু যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করত। গত মাসেও সেতুকে ১ লাখ টাকা দেওয়া হয়। তাতে সেতু ও তাঁর পরিবারের মন ভরেনি। এ জন্য সেতু ও তাঁর বোন আকলিমা মিলে জেসমিনকে পিটিয়ে হত্যা করেছে। আমরা হত্যাকারীদের ফাঁসির দাবি জানাই।’ 

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুল হাসান বলেন, ‘এ ব্যাপারে গৃহবধূ জেসমিন আক্তারের পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার ভিত্তিতে জেসমিনের স্বামী সেতুকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলা তদন্তের পর বোঝা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা। 

উল্লেখ্য, কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামের জেসমিন আক্তারকে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগ ওঠে। এ অভিযোগ আসে তাঁর স্বামী একই ইউনিয়নের মহিমশাহী চাঁদপুর গ্রামের ফজলু শেখের ছেলে সেতু শেখের বিরুদ্ধে। এ ব্যাপারে নিহত জেসমিন আক্তারের পরিবারের পক্ষ থেকে গত ৭ এপ্রিল কালুখালী থানায় মামলা দায়ের করা হলে পুলিশ অভিযুক্ত সেতুকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে।

রাজবাড়ীতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে গলা কেটে হত্যা

রাজবাড়ীতে ভ্যানে ট্রাকের ধাক্কা, যুবক নিহত

সুদানে হামলা: নিহত শান্তিরক্ষী শামীমের বাড়িতে কান্নার রোল

পদ্মায় ড্রেজিং চলায় দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট বন্ধ

পদ্মায় ধরা পড়া কাতল মাছের দাম ১ লাখ ৮ হাজার টাকা

বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবক ও শিক্ষকদের মধ্যে তুমুল বাগ্‌বিতণ্ডা

পদ্মার চরে কৃষককে রাসেলস ভাইপারের ছোবল, জীবিত সাপ নিয়ে হাসপাতালে

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন যুবদল নেতা

পদ্মা ব্যারাজের দাবিতে লংমার্চ হাবাসপুর করা হবে: মনির হায়দার

হত্যা মামলায় চার আসামির যাবজ্জীবন