হোম > সারা দেশ > রাজবাড়ী

গলায় বালুভর্তি কলস বেঁধে নদীতে ঝাঁপ দিলেন নারী

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর বালিয়াকান্দিতে আত্মহত্যার উদ্দেশ্যে গলায় বালুভর্তি কলসি বেঁধে গড়াই নদীতে ঝাঁপ দিয়েছেন এক গৃহবধূ। এরপর থেকে তিনি নিখোঁজ।

নিখোঁজ গৃহবধূ মনোয়ারা বেগম (৫৫) বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের অলংকারপুর গ্রামের গণি মণ্ডলের (মৃত) স্ত্রী। 

গতকাল রোববার দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রোববার দুপুর ১টার দিকে মনোয়ারা বাড়ি থেকে কলসি ও দড়ি নিয়ে বের হন। বাড়ির অদূরে গড়াই নদীর তীরে গিয়ে কলসিতে বালু ভর্তি করে রশি দিয়ে গলার সঙ্গে বেঁধে নেন। এরপর কলস নিয়ে নদীতে ঝাঁপ দেন তিনি। দূর থেকে এক পথচারী এ দৃশ্য দেখে চিৎকার করেন। স্থানীয়রা খবর দিলে বালিয়াকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা উদ্ধার তৎপরতা শুরু করে। তবে বিকেল পর্যন্ত মনোয়ারার কোনো সন্ধান পাওয়া যায়নি।

এর আগে ওই গৃহবধূ একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। 

এ বিষয়ে জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কল্লোল বসু জানান, ধারণা করা হচ্ছে আত্মহত্যার উদ্দেশ্যে ওই গৃহবধূ নদীতে ঝাঁপ দিয়েছিলেন। 

পাম্পকর্মীকে গাড়িচাপায় হত্যার কথা স্বীকার চালকের, যুবদল নেতাসহ কারাগারে

বিয়ের পাত্রী দেখতে যাওয়ার দিনই মেরে ফেলা হলো পাম্পকর্মী রিপনকে

তেলের দাম না দিয়ে পাম্পকর্মীকে গাড়িচাপায় হত্যা করে পালান সাবেক যুবদল নেতা, পরে আটক

রাজবাড়ীতে পদ্মায় ভেসে উঠছে কুমির, আতঙ্কে নদীতীরের মানুষ

ঘন কুয়াশায় ১২ ঘণ্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ

সাড়ে ৭ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু

রাজবাড়ীর ২টি আসন: কোন্দলেও আশাবাদী বিএনপি

রাজবাড়ীতে দুই পক্ষের সংঘর্ষে শিশু গুলিবিদ্ধ

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ