হোম > সারা দেশ > রাজবাড়ী

গোয়ালন্দে এক যুবককে কুপিয়ে হত্যা

গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা

ঘটনাস্থলে পুলিশ এবং স্থানীয়রা। ছবি: আজকের পত্রিকা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় নজরুল বেপারী (৩২) নামের এক যুবককে এলোপাথাড়িভাবে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ সোমবার (২৩ জুন) সকাল ৭টার দিকে দৌলতদিয়ার মুক্তি মহিলা সমিতির সামনে একটি পুকুর পাড়ে লাশটি পাওয়া যায়।

নিহত নজরুল বেপারী দৌলতদিয়া ইউনিয়নের ইমান খার পাড়ার মৃত শাহউদ্দিন বেপারীর ছেলে। তাঁর নামে একাধিক মাদক মামলা রয়েছে বলে জানা গেছে।

নিহতের বড় ভাই এরশাদ বেপারী জানান, তার ছোট ভাই দৌলতদিয়া যৌনপল্লীতে পান-সিগারেটের দোকান করতেন। নজরুল গতকাল সন্ধ্যায় বাড়ি এসে ১০টার দিকে আবার বের হয়ে দোকানে যান। এরপরে তাদের সাথে আর কোনো যোগাযোগ হয়নি। এরপর আজ ভোর ৬টার দিকে শুনতে পান তার ভাইয়ের রক্তাক্ত ক্ষতবিক্ষত মরদেহ পড়ে আছে বাড়ির পাশেই।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, সকাল আনুমানিক ৭টার দিকে স্থানীয় লোকজন লাশ পড়ে থাকতে দেখে গোয়ালন্দ ঘাট থানা ও রেলওয়ে পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে গোয়ালন্দ ঘাট থানা ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। ধারণা করা হচ্ছে গতকাল রাত আনুমানিক ১২টা থেকে ভোর ৬টার মধ্যে যেকোনো সময়ে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। নিহতের শরীরে একাধিক গভির কোপের চিহ্ন রয়েছে। মরদেহ রাজবাড়ীর মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

মাহিন্দ্রচাপায় প্রাণ গেল কৃষকের

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

জমির আইল কাটা নিয়ে দুই ভাইয়ের মারামারি, প্রাণ গেল কৃষকের

রাজবাড়ীতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে গলা কেটে হত্যা

রাজবাড়ীতে ভ্যানে ট্রাকের ধাক্কা, যুবক নিহত

সুদানে হামলা: নিহত শান্তিরক্ষী শামীমের বাড়িতে কান্নার রোল

পদ্মায় ড্রেজিং চলায় দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট বন্ধ

পদ্মায় ধরা পড়া কাতল মাছের দাম ১ লাখ ৮ হাজার টাকা

বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবক ও শিক্ষকদের মধ্যে তুমুল বাগ্‌বিতণ্ডা