হোম > সারা দেশ > রাজবাড়ী

গোয়ালন্দে এক যুবককে কুপিয়ে হত্যা

গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা

ঘটনাস্থলে পুলিশ এবং স্থানীয়রা। ছবি: আজকের পত্রিকা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় নজরুল বেপারী (৩২) নামের এক যুবককে এলোপাথাড়িভাবে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ সোমবার (২৩ জুন) সকাল ৭টার দিকে দৌলতদিয়ার মুক্তি মহিলা সমিতির সামনে একটি পুকুর পাড়ে লাশটি পাওয়া যায়।

নিহত নজরুল বেপারী দৌলতদিয়া ইউনিয়নের ইমান খার পাড়ার মৃত শাহউদ্দিন বেপারীর ছেলে। তাঁর নামে একাধিক মাদক মামলা রয়েছে বলে জানা গেছে।

নিহতের বড় ভাই এরশাদ বেপারী জানান, তার ছোট ভাই দৌলতদিয়া যৌনপল্লীতে পান-সিগারেটের দোকান করতেন। নজরুল গতকাল সন্ধ্যায় বাড়ি এসে ১০টার দিকে আবার বের হয়ে দোকানে যান। এরপরে তাদের সাথে আর কোনো যোগাযোগ হয়নি। এরপর আজ ভোর ৬টার দিকে শুনতে পান তার ভাইয়ের রক্তাক্ত ক্ষতবিক্ষত মরদেহ পড়ে আছে বাড়ির পাশেই।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, সকাল আনুমানিক ৭টার দিকে স্থানীয় লোকজন লাশ পড়ে থাকতে দেখে গোয়ালন্দ ঘাট থানা ও রেলওয়ে পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে গোয়ালন্দ ঘাট থানা ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। ধারণা করা হচ্ছে গতকাল রাত আনুমানিক ১২টা থেকে ভোর ৬টার মধ্যে যেকোনো সময়ে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। নিহতের শরীরে একাধিক গভির কোপের চিহ্ন রয়েছে। মরদেহ রাজবাড়ীর মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবক ও শিক্ষকদের মধ্যে তুমুল বাগ্‌বিতণ্ডা

পদ্মার চরে কৃষককে রাসেলস ভাইপারের ছোবল, জীবিত সাপ নিয়ে হাসপাতালে

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন যুবদল নেতা

পদ্মা ব্যারাজের দাবিতে লংমার্চ হাবাসপুর করা হবে: মনির হায়দার

হত্যা মামলায় চার আসামির যাবজ্জীবন

রাজবাড়ীর নুরাল পাগলার দরবারে হামলা, লুটপাটের আড়াই মাস পর মামলা

পদ্মায় ধরা পড়ল ২৪ কেজি ওজনের কাতল, বিক্রি হলো ৬৬ হাজার টাকায়

পদ্মার এক কাতল বিক্রি ৫৫ হাজার টাকায়

রাজবাড়ীতে হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

জুলাই সনদে বিএনপির স্বাক্ষরিত পাতা নেই, অন্য পাতা জমা দিয়েছে: রিজভী