হোম > সারা দেশ > রাজবাড়ী

রেলকে লাভজনক প্রতিষ্ঠান করাই হবে আমার কাজ: রেলপথ মন্ত্রী 

রাজবাড়ী ও পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি 

রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম বলেছেন, ‘প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাকে রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব দিয়েছেন। রেলকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করাই হবে আমার কাজ।’ 

রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী হওয়ার পর আজ বৃহস্পতিবার নিজ জেলা রাজবাড়ীতে প্রথম আগমন উপলক্ষে তাঁকে দেওয়া সংবর্ধনায় তিনি এসব কথা বলেন। 

মো. জিল্লুল হাকিম বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্য, প্রত্যেক জেলাতেই রেলপথ চালু করা। আপনারা দেখেছেন, পদ্মা সেতুর ওপর দিয়ে ভাঙ্গা থেকে একটা লাইন যশোর হয়ে খুলনা পর্যন্ত যাবে। মাগুরা পর্যন্ত নতুন একটা লাইন চালু হচ্ছে। বরিশাল পর্যন্ত আমাদের রেললাইন করার পরিকল্পনা রয়েছে। পদ্মার ওপারে ঢালার চর দিয়ে লাইন স্থাপন হচ্ছে।’ 

তিনি বলেন, ‘রেলের শহর আমাদের রাজবাড়ী। বিএনপি ক্ষমতায় আসার পর আমাদের লোকশেড বন্ধ করে দেওয়া হয়েছিল। আমরা দিন দিন শুধু পিছিয়ে যাচ্ছিলাম। রাজবাড়ীসহ সারা দেশে রেলের অনেক জমি অবৈধভাবে দখল করা হয়েছিল। এখনো রেলের অনেক জমি অবৈধভাবে দখলে রয়েছে। সেসব জমি পুনরুদ্ধার করে রেলকে একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা হবে।’ 

এদিন রেলমন্ত্রীকে রাজবাড়ী সার্কিট হাউসে গার্ড অব অনার প্রদান করা হয়। সেখান থেকে তিনি জেলা আওয়ামী লীগের সংবর্ধনায় যোগ দেন। পরে মন্ত্রী কালুখালী উপজেলা আওয়ামী লীগের সংবর্ধনা অংশগ্রহণ করেন।

রাজবাড়ীতে পদ্মায় ভেসে উঠছে কুমির, আতঙ্কে নদীতীরের মানুষ

ঘন কুয়াশায় ১২ ঘণ্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ

সাড়ে ৭ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু

রাজবাড়ীর ২টি আসন: কোন্দলেও আশাবাদী বিএনপি

রাজবাড়ীতে দুই পক্ষের সংঘর্ষে শিশু গুলিবিদ্ধ

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

মাহিন্দ্রচাপায় প্রাণ গেল কৃষকের

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

জমির আইল কাটা নিয়ে দুই ভাইয়ের মারামারি, প্রাণ গেল কৃষকের