হোম > সারা দেশ > রাজবাড়ী

কালুখালীতে মোটরসাইকেলে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর কালুখালীতে মহাসড়কে ককটেল বিস্ফোরণ ও মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাতে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের এই ঘটনায় থানায় মামলা করা হয়েছে।

পুলিশ জানায়, রাতে পুলিশের একটি দল টহলে ছিল। চাঁদপুর এলাকায় বিকট শব্দ শুনতে পেয়ে সেখানে যাওয়ার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজনকে দৌড়ে পালিয়ে যেতে দেখা যায়। সেখানে গিয়ে দেখা যায়, একটি মোটরসাইকেলে আগুন জ্বলছে। তাৎক্ষণিকভাবে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভায়। পরে ওই স্থান থেকে চারটি ককটেল উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ধারণা করা হচ্ছে, নাশকতার উদ্দেশ্যে আঞ্চলিক মহাসড়কে এই ঘটনা ঘটানো হয়েছে।

ওসি আরও বলেন, এ ঘটনায় কালুখালী উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম লাবু বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় কয়েকজনের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার কালুখালী থানায় মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সুদানে হামলা: নিহত শান্তিরক্ষী শামীমের বাড়িতে কান্নার রোল

পদ্মায় ড্রেজিং চলায় দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট বন্ধ

পদ্মায় ধরা পড়া কাতল মাছের দাম ১ লাখ ৮ হাজার টাকা

বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবক ও শিক্ষকদের মধ্যে তুমুল বাগ্‌বিতণ্ডা

পদ্মার চরে কৃষককে রাসেলস ভাইপারের ছোবল, জীবিত সাপ নিয়ে হাসপাতালে

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন যুবদল নেতা

পদ্মা ব্যারাজের দাবিতে লংমার্চ হাবাসপুর করা হবে: মনির হায়দার

হত্যা মামলায় চার আসামির যাবজ্জীবন

রাজবাড়ীর নুরাল পাগলার দরবারে হামলা, লুটপাটের আড়াই মাস পর মামলা

পদ্মায় ধরা পড়ল ২৪ কেজি ওজনের কাতল, বিক্রি হলো ৬৬ হাজার টাকায়