হোম > সারা দেশ > রাজবাড়ী

কালুখালীতে চালককে হত্যা, অটোরিকশা ছিনতাই

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর কালুখালী উপজেলায় এক অটোরিকশাচালককে হত্যা করে তার যানটি নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। ছবি: আজকের পত্রিকা

রাজবাড়ীর কালুখালী উপজেলায় এক অটোরিকশাচালককে হত্যা করে তাঁর যানটি নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১১ জুন) ভোরে উপজেলার চাঁদপুর এলাকায় চন্দনা নদী থেকে ওই চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত চালকের নাম আসলাম প্রামাণিক (৪২)। তিনি পাংশা উপজেলার যশাই ইউনিয়নের চরলক্ষ্মীপুর গ্রামের ফেনু প্রামাণিকের ছেলে।

নিহতের বড় ভাই শাহজাহান প্রামাণিক বলেন, ‘মঙ্গলবার সকালে আসলাম অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর আর ফিরে আসেননি। সারা রাত খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি। বুধবার ভোরে খবর পাই চন্দনা নদীতে একটি মরদেহ পাওয়া গেছে। পরে গিয়ে দেখি, সেটি আমার ভাইয়ের।’

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে রাজবাড়ী মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের পর চালককে হত্যা করে নদীতে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। তদন্ত চলছে।

বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবক ও শিক্ষকদের মধ্যে তুমুল বাগ্‌বিতণ্ডা

পদ্মার চরে কৃষককে রাসেলস ভাইপারের ছোবল, জীবিত সাপ নিয়ে হাসপাতালে

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন যুবদল নেতা

পদ্মা ব্যারাজের দাবিতে লংমার্চ হাবাসপুর করা হবে: মনির হায়দার

হত্যা মামলায় চার আসামির যাবজ্জীবন

রাজবাড়ীর নুরাল পাগলার দরবারে হামলা, লুটপাটের আড়াই মাস পর মামলা

পদ্মায় ধরা পড়ল ২৪ কেজি ওজনের কাতল, বিক্রি হলো ৬৬ হাজার টাকায়

পদ্মার এক কাতল বিক্রি ৫৫ হাজার টাকায়

রাজবাড়ীতে হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

জুলাই সনদে বিএনপির স্বাক্ষরিত পাতা নেই, অন্য পাতা জমা দিয়েছে: রিজভী