হোম > সারা দেশ > রাজবাড়ী

পাংশায় ভাতা মিলছে না তিন শতাধিক ভাতাভোগীর

প্রতিনিধি, পাংশা (রাজবাড়ী)

রাজবাড়ীর পাংশা উপজেলার তিন শতাধিক ভাতাভোগীদের মিলছে না ভাতা। ভাতাভোগীদের মোবাইল নম্বরে বিকাশ অ্যাকাউন্ট খোলা না থাকায় আটকা পড়েছে ভাতার টাকা। ভোগান্তি পোহাতে হচ্ছে সমাজসেবা অধিদপ্তরেরও।

রাজবাড়ীর পাংশা উপজেলার চলতি বছরে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার আবেদন করেছে দশ হাজর ভাতাভোগী। এর মধ্যে তিন শতাধিক ভাতাভোগীদের মোবাইল নম্বরে বিকাশ অ্যাকাউন্ট খোলা না থাকায় ভাতার টাকা আটকা পড়ে আছে বাংলাদেশ ব্যাংকে। এ ছাড়াও ভুল নম্বরও সংশোধন করা হয়েছে অনেকের।

আজ বুধবার সকালে উপজেলা পরিষদের বারান্দায় আশুবালা (৮০) নামের এক বৃদ্ধাকে মাথায় হাত দিয়ে বসে থাকতে দেখা যায়। তিনি উপজেলার হাবাসপুর ইউনিয়নের চর-গোপালপুর গ্রামের মৃত বিমন মণ্ডলের স্ত্রী। তার সঙ্গে কথা হলে তিনি বলেন, `ভাতার কার্ড করার সময় ঠিক পাইনি। মোবাইল নম্বরে বিকাশ করা ছিল না। এ কারণে আমার টাকা আটকে রয়েছে। ভাতার টাকা পাওয়ার জন্য আমার মোবাইল নম্বরে বিকাশ অ্যাকাউন্ট খুলে নিয়ে এসেছি। তার সঙ্গে কথা বলতে বলতেই এগিয়ে আসে আরও বেশ কয়েকজন। এই একই সমস্যায় ভুগছেন তাঁরা।

এ বিষয়ে উপজেলা সমাজসেবা অফিসার মো. রবিউল ইসলাম বলেন, শতভাগ ভাতাভোগীর আওতায় রয়েছে পাংশা উপজেলা। উপজেলায় সর্বমোট ভাতাভোগীর সংখ্যা রয়েছে ২৪ হাজার। চলতি বছরে আবেদন করেছে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী দশ হাজার ভাতাভোগী। আবেদনের সময় যে মোবাইল নম্বরগুলো ব্যবহার করা হয়েছে এর মধ্যে অনেকের মোবাইল নম্বর সঠিক নয়। অনেকের মোবাইল নম্বরে বিকাশ অ্যাকাউন্ট খোলা নেই। গত তিন মাসে প্রায় পাঁচ শতাধিক ভাতাভোগীদের মোবাইল নম্বর পরিবর্তন করা হয়েছে। এখনো প্রায় তিন শতাধিক ভাতাভোগীদের মোবাইল নম্বরে বিকাশ অ্যাকাউন্ট খোলা না থাকায় তাদের  টাকা বাংলাদেশ ব্যাংকে জমা রয়েছে। তাদের মোবাইল নম্বরে বিকাশ অ্যাকাউন্ট খোলার জন্য বলা হয়েছে।

রবিউল ইসলাম বলেন, অনেক বৃদ্ধ লোক আছে যারা মোবাইল ফোন ব্যবহার করে না। তারা অনেকেই অনেকের মোবাইল নম্বর দিয়ে রেখেছে। ভাতাভোগীদের অজান্তে বিকাশ থেকে টাকা উঠিয়ে নিচ্ছে। অনেক ভাতাভোগীরা আমাদের কাছে এসে অভিযোগ করছে, আমরা টাকা পাইনি। পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি, ভাতাভোগীর যে মোবাইল নম্বর দিয়েছে তাতে টাকা গিয়েছে এবং টাকা উত্তোলন করা হয়েছে। এ কারণে অনেক সময় ভোগান্তি পোহাতে হচ্ছে আমাদের।

পাম্পকর্মীকে গাড়িচাপায় হত্যার কথা স্বীকার চালকের, যুবদল নেতাসহ কারাগারে

বিয়ের পাত্রী দেখতে যাওয়ার দিনই মেরে ফেলা হলো পাম্পকর্মী রিপনকে

তেলের দাম না দিয়ে পাম্পকর্মীকে গাড়িচাপায় হত্যা করে পালান সাবেক যুবদল নেতা, পরে আটক

রাজবাড়ীতে পদ্মায় ভেসে উঠছে কুমির, আতঙ্কে নদীতীরের মানুষ

ঘন কুয়াশায় ১২ ঘণ্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ

সাড়ে ৭ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু

রাজবাড়ীর ২টি আসন: কোন্দলেও আশাবাদী বিএনপি

রাজবাড়ীতে দুই পক্ষের সংঘর্ষে শিশু গুলিবিদ্ধ

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ