হোম > সারা দেশ > রাজবাড়ী

কেনাকাটা করতে না নেওয়ায় অভিমানে শিশুর আত্মহত্যা

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে ফুফু ও ফুপাতো বোনের সঙ্গে অভিমান করে গলায় গামছা পেঁচিয়ে রিমন শেখ (১১) নামের তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। আজ সোমবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ছোট ভাকলা ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড ভাগলপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

রিমন উপজেলার ভাঘলপুর এলাকার মো. জিলা শেখ ও মোছা. বেদেনা বেগম দম্পতির দ্বিতীয় সন্তান। ভাগলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল সে। তাঁর বাবা ঢাকায় বড় ভাইয়ের ব্যবসা দেখাশোনার কাজ করেন। 

স্থানীয় ইউপি সদস্য মো. সাহেব আলী ও নিহত শিশুর স্বজনেরা জানান, রিমনদের বাড়িতে তার ফুপু ও ফুপাতো বোন বেড়াতে আসেন। সকালে রিমনের ফুপু ও ফুপাতো বোন রাজবাড়ী শহরে কেনাকাটার জন্য যেতে চাইলে রিমনও যাবে বলে বায়না ধরে। কিন্তু রিমনের তাঁরা তাকে না নিতে চাইলে রিমন জিদ ধরেন। তখন তাঁরা রিমনকে ঘরের মধ্যে আটকে রেখে কেনাকাটা করতে চলে যান। এ সময় তার মা রান্নার কাজ করছিলেন। কিছুক্ষণ পর রিমনের এক খেলার সাথি  তাকে ডাকতে আসলে ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে ঝুলে থাকতে দেখেন। এ সময় সে চিৎকার করলে পাশের বাড়ির লোকজন ছুটে আসেন। ভেতর থেকে দরজা বন্ধ করে দেওয়ায় ঘরের বেড়া ভেঙে তাকে উদ্ধার করা হয়। ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. রবিউল ইসলাম বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই শিশু রিমনের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটি গলায় ফাঁস নিয়েই আত্মহত্যা করেছে। তার গলায় ফাঁস নেওয়ার দাগও রয়েছে।’ 

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, ‘প্রাথমিক অনুসন্ধানে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’ 

রাজবাড়ীতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে গলা কেটে হত্যা

রাজবাড়ীতে ভ্যানে ট্রাকের ধাক্কা, যুবক নিহত

সুদানে হামলা: নিহত শান্তিরক্ষী শামীমের বাড়িতে কান্নার রোল

পদ্মায় ড্রেজিং চলায় দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট বন্ধ

পদ্মায় ধরা পড়া কাতল মাছের দাম ১ লাখ ৮ হাজার টাকা

বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবক ও শিক্ষকদের মধ্যে তুমুল বাগ্‌বিতণ্ডা

পদ্মার চরে কৃষককে রাসেলস ভাইপারের ছোবল, জীবিত সাপ নিয়ে হাসপাতালে

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন যুবদল নেতা

পদ্মা ব্যারাজের দাবিতে লংমার্চ হাবাসপুর করা হবে: মনির হায়দার

হত্যা মামলায় চার আসামির যাবজ্জীবন