হোম > সারা দেশ > রাজবাড়ী

রাজবাড়ীতে ছেলে হত্যার মামলায় মায়ের যাবজ্জীবন

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে ছেলেকে হত্যার মামলায় সৎ মায়ের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বুধবার বিকেলে রাজবাড়ীর জেলা ও দায়রা জজ মোসাম্মৎ জাকিয়া পারভীন আসামির উপস্থিততে এ রায় দেন।

রাজবাড়ীর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) উজির আলী শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত আকলিমা আক্তার (৩৫) পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের শাহ মীরপুর এলাকার হযরত আলীর স্ত্রী।

মামলার নথি থেকে জানা গেছে, ২০১০ সালের ১০ আগস্ট সকালে সতিনের সঙ্গে ঝগড়ার জেরে তাঁর ছেলে রিপনকে (৪) কীটনাশক খাইয়ে হত্যা করেন আকলিমা খাতুন। এ ঘটনায় রিপনের বাবা হযরত আলী পাংশা মডেল থানায় হত্যা মামলা করেন। পরে পুলিশ আকলিমা খাতুনকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। আদালতে কীটনাশক খাইয়ে হত্যার কথা স্বীকার করেন আকলিমা খাতুন।

পিপি উজির আলী শেখ বলেন, সতিনের সঙ্গে ঝগড়ার জেরে ওষুধ বলে কীটনাশক খাইয়ে তাঁর ছেলেকে হত্যা করে। মামলাটি আদালত দীর্ঘ শুনানি শেষে অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন। এ রায়ের মধ্য দিয়ে অপরাধ প্রবণতা কমে আসবে। সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে।

রাজবাড়ীতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে গলা কেটে হত্যা

রাজবাড়ীতে ভ্যানে ট্রাকের ধাক্কা, যুবক নিহত

সুদানে হামলা: নিহত শান্তিরক্ষী শামীমের বাড়িতে কান্নার রোল

পদ্মায় ড্রেজিং চলায় দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট বন্ধ

পদ্মায় ধরা পড়া কাতল মাছের দাম ১ লাখ ৮ হাজার টাকা

বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবক ও শিক্ষকদের মধ্যে তুমুল বাগ্‌বিতণ্ডা

পদ্মার চরে কৃষককে রাসেলস ভাইপারের ছোবল, জীবিত সাপ নিয়ে হাসপাতালে

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন যুবদল নেতা

পদ্মা ব্যারাজের দাবিতে লংমার্চ হাবাসপুর করা হবে: মনির হায়দার

হত্যা মামলায় চার আসামির যাবজ্জীবন