হোম > সারা দেশ > রাজবাড়ী

রাজবাড়ীতে একই স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে একই স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। গতকাল রোববার রাতে এবং আজ সোমবার সকালে সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের ঢাকা-খুলনা মহাসড়কের লালের ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে। 

এর মধ্যে একজনের পরিচয় জানা যায়নি। নিহত অপর ব্যক্তি মাহেন্দ্রচালক। তাঁর নাম মিলন মিয়া (২৩)। তিনি সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের রূপপুর গ্রামের কাদের মিয়ার ছেলে।

জানা গেছে, আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে মাহেন্দ্র চালিয়ে গোয়ালন্দ ঘাট থেকে রাজবাড়ী যাচ্ছিলেন মিলন। পথে সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের ঢাকা-খুলনা মহাসড়কের লালের ইটভাটার সামনে পৌঁছালে মাহেন্দ্রের চাকার নিচে কুকুর পড়ে। তাতে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত রিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে মাহেন্দ্রচালক মিলন গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এর আগে একই স্থানে গতকাল রোববার রাতে গাড়িচাপায় অজ্ঞাতপরিচয় (৪৫) এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের ধারণা, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন।

আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার করেছে। নিহত দুজনের মধ্যে এখনো একজনের পরিচয় পাওয়া যায়নি। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

রাজবাড়ীতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে গলা কেটে হত্যা

রাজবাড়ীতে ভ্যানে ট্রাকের ধাক্কা, যুবক নিহত

সুদানে হামলা: নিহত শান্তিরক্ষী শামীমের বাড়িতে কান্নার রোল

পদ্মায় ড্রেজিং চলায় দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট বন্ধ

পদ্মায় ধরা পড়া কাতল মাছের দাম ১ লাখ ৮ হাজার টাকা

বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবক ও শিক্ষকদের মধ্যে তুমুল বাগ্‌বিতণ্ডা

পদ্মার চরে কৃষককে রাসেলস ভাইপারের ছোবল, জীবিত সাপ নিয়ে হাসপাতালে

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন যুবদল নেতা

পদ্মা ব্যারাজের দাবিতে লংমার্চ হাবাসপুর করা হবে: মনির হায়দার

হত্যা মামলায় চার আসামির যাবজ্জীবন