রাজবাড়ী: কালবৈশাখী ঝড়ে রাজবাড়ী দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাটের পন্টুনের তার ছিঁড়ে যায়। এ সময় মাধবীলতা ফেরি ওঠার অপেক্ষায় পন্টুনে দাঁড়িয়ে ঢাকাগামী একটি মাইক্রোবাস নদীতে পড়ে যায়। আজ সকাল ১১টার দিকে ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দৌলতদিয়ার ৫ নম্বর ঘাটে ফেরিতে ওঠার জন্য সারিবদ্ধভাবে গাড়িগুলো দাঁড়িয়ে ছিল। এ সময় হঠাৎ ঝড় উঠলে ফেরিঘাটের পন্টুন ছিঁড়ে যায়। তখন সারির প্রথমে থাকা মাইক্রোবাসটি নদীতে পড়ে যায়। মাইক্রোবাসটিতে চালকসহ কয়েকজন আরোহী ছিলেন।
খবর পেয়ে নৌ পুলিশ ফাঁড়ি, গোয়ালন্দ পুলিশ ফাঁড়ি, ফায়ার সার্ভিসের গোয়ালন্দ উদ্ধারকারী জাহাজ হামজা ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে।
নৌ পুলিশ ফাঁড়ির এক কর্মীর সাথে কথা হলে তিনি জানান, গাড়িতে চালককে দেখা গেলেও এখন পর্যন্ত তাঁকে খুঁজে পাওয়া যায়নি। এছাড়া গাড়িতে কতজন যাত্রী ছিলেন তাও জানা সম্ভব হয়নি। এখন পর্যন্ত কাউকে খুঁজে পাওয়া যায়নি।