হোম > সারা দেশ > রাজবাড়ী

রাজবাড়ীতে বালুর স্তূপের নিচে চাপা পড়ে নিহত ৩

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে বালুর স্তূপের নিচে চাপা পড়ে তিনজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের জৌকুড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন বালুর চাতাল মালিক হান্নানের ভাই আব্দুর রহিম শেখ (৫৫), ভেকুচালক মারুফ শেখ (২০) ও ট্রাকচালক মো. ইমরান সরদার (২৭)। 

স্থানীয়দের বরাতে অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন বলেন, জৌকুড়া ঘাট এলাকার বালু ব্যবসায়ী হান্নানের বালুর চাতাল (বালির স্তূপ) থেকে ভেকু (বালু তোলার যন্ত্র) দিয়ে একটি ট্রাকে বালু তোলার কাজ করা হচ্ছিল। বালুর স্তূপটি প্রায় ৪০ থেকে ৫০ ফুট উঁচু ছিল। ভেকু মেশিন দিয়ে বালু কেটে ট্রাক ভর্তির কাজ শেষ হয়ে গিয়েছিল। তখন ওই তিনজন ট্রাকের চাকার নিচে জমে থাকা বালি সরানোর কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ বালির স্তূপ ধসে পড়লে তাঁরা চাপা পড়েন। পরে স্থানীয়রা বালু সরিয়ে তাদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন আরও বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘন কুয়াশায় ১২ ঘণ্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ

সাড়ে ৭ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু

রাজবাড়ীর ২টি আসন: কোন্দলেও আশাবাদী বিএনপি

রাজবাড়ীতে দুই পক্ষের সংঘর্ষে শিশু গুলিবিদ্ধ

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

মাহিন্দ্রচাপায় প্রাণ গেল কৃষকের

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

জমির আইল কাটা নিয়ে দুই ভাইয়ের মারামারি, প্রাণ গেল কৃষকের

রাজবাড়ীতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে গলা কেটে হত্যা