হোম > সারা দেশ > রাজবাড়ী

গর্ভধারণের জন্য কবিরাজের কাছে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ 

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে গর্ভ ধারণের ওষুধ খাওয়ানোর কথা বলে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত ব্যক্তির নাম আব্দুল কুদ্দুস শেখ (৬০)। তিনি সদর উপজেলার খানখানাপুর মধ্যপাড়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন কবিরাজ। 

গতকাল বৃহস্পতিবার সকালে রাজবাড়ী সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন ওই গৃহবধূ। ওই দিন বিকেলে অভিযান চালিয়ে অভিযুক্ত কুদ্দুস শেখকে গ্রেপ্তার করে পুলিশ। 

মামলা সূত্রে জানা যায়, ওই গৃহবধূ সন্তান গর্ভ ধারণ করতে নানা রকম চিকিৎসা নিয়ে আসছিল। দুই মাস পূর্বে তিনি কবিরাজ কুদ্দুস শেখের কাছ থেকে ওষুধ সেবন করেন। গত ২০ আগস্ট বিকেলে কবিরাজ আব্দুল কুদ্দুস শেখ তাঁর ভাড়া বাড়িতে আসেন এবং তাঁকে কৌশলে পাশের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণ করেন। একই ভাবে গত ১ অক্টোবর বিকেলে এবং গত ৬ অক্টোবর দুপুরে তাঁকে ধর্ষণ করেন তিনি। 

রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন জানায়, এ ব্যাপারে ওই গৃহবধূ রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করেছে। মামলার পর থেকে পুলিশ অভিযান চালিয়ে আসামি কুদ্দুস শেখকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কুদ্দুস ওই গৃহবধূকে ধর্ষণ করার কথা স্বীকার করেছেন বলে জানান তিনি। 

পাম্পকর্মীকে গাড়িচাপায় হত্যার কথা স্বীকার চালকের, যুবদল নেতাসহ কারাগারে

বিয়ের পাত্রী দেখতে যাওয়ার দিনই মেরে ফেলা হলো পাম্পকর্মী রিপনকে

তেলের দাম না দিয়ে পাম্পকর্মীকে গাড়িচাপায় হত্যা করে পালান সাবেক যুবদল নেতা, পরে আটক

রাজবাড়ীতে পদ্মায় ভেসে উঠছে কুমির, আতঙ্কে নদীতীরের মানুষ

ঘন কুয়াশায় ১২ ঘণ্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ

সাড়ে ৭ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু

রাজবাড়ীর ২টি আসন: কোন্দলেও আশাবাদী বিএনপি

রাজবাড়ীতে দুই পক্ষের সংঘর্ষে শিশু গুলিবিদ্ধ

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ