হোম > সারা দেশ > রাজবাড়ী

পদ্মার ৫০ কেজির বাগাড় বিক্রি হলো ৭৭ হাজার টাকায়

রাজবাড়ী প্রতিনিধি

পদ্মায় জেলের জালে ৫০ কেজি ওজনের এক মহাবিপন্ন বাগাড়। ছবি: আজকের পত্রিকা

রাজবাড়ীর পদ্মায় জেলের জালে ধরা পড়া এক মহাবিপন্ন বাগাড় বিক্রি হয়েছে সাড়ে ৭৭ হাজার টাকায়। মাছটির ওজন ছিল ৫০ কেজি। আজ শনিবার দুপুরে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের কলাবাগান এলাকায় পদ্মা নদীতে জেলে সিদ্দিক হলদারের জালে মাছটি ধরা পড়ে।

সিদ্দিক হলদারের বরাতে আড়তদার রেজাউল মণ্ডল বলেন, দুপুরে সিদ্দিক হলদার তাঁর দল নিয়ে পদ্মায় মাছ শিকারে যান। নদীর বিভিন্ন এলাকায় জাল ফেলেও মাছের দেখা পান না। পরে কলাবাগান এলাকায় জাল ফেললে বিশাল আকৃতির একটি বাগাড় আটকা পড়ে। তিনি বলেন, ‘আমার আড়তে নিয়ে আসা হয়। ওজন দিলে দেখা যায়, মাছটি ৫০ কেজি।’ আড়তদার রেজাউল মণ্ডল আরও বলেন, মাছটি দেখতে স্থানীয়রা ভিড় করে। পরে উন্মুক্ত নিলামে ১ হাজার ৫৫০ টাকা কেজি দরে মোট ৭৭ হাজার ৫০০ টাকায় মাছটি কিনে নেন মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা।

স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, এত বড় বাগাড় মাছ খুব কমই দেখা যায়। নিলামে মাছটি কেনার পর ফেরিঘাটের পন্টুনে বেঁধে রাখা হয়েছে। মাছটি বিক্রির জন্য ফোনে দেশের বিভিন্ন জায়গায় যোগাযোগ করা হচ্ছে। কেজিপ্রতি ১০০ টাকা লাভ পেলেই মাছটি বিক্রি করা হবে।

বাগাড় মাছ বাংলাদেশ বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২-এর ২ নম্বর তফসিলভুক্ত একটি সংরক্ষিত বন্য প্রাণী। মহাবিপন্ন প্রজাতির এই মাছ শিকার, ক্রয়-বিক্রয় ও পরিবহন কিংবা দখল আইনত নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য অপরাধ। আইন অনুযায়ী, এসব অপরাধে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড অথবা ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডই হতে পারে। তারপরও আইনের তোয়াক্কা না করে মাছটি বেচাকেনা চলছে।

রাজবাড়ীতে পদ্মায় ভেসে উঠছে কুমির, আতঙ্কে নদীতীরের মানুষ

ঘন কুয়াশায় ১২ ঘণ্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ

সাড়ে ৭ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু

রাজবাড়ীর ২টি আসন: কোন্দলেও আশাবাদী বিএনপি

রাজবাড়ীতে দুই পক্ষের সংঘর্ষে শিশু গুলিবিদ্ধ

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

মাহিন্দ্রচাপায় প্রাণ গেল কৃষকের

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

জমির আইল কাটা নিয়ে দুই ভাইয়ের মারামারি, প্রাণ গেল কৃষকের