হোম > সারা দেশ > রাজবাড়ী

রাজবাড়ীতে ট্রাক-অটোরিকশা-প্রাইভেট কারের ত্রিমুখী সংর্ঘষ, একই পরিবারের পাঁচজনসহ নিহত ৬

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর কালুখালীতে ট্রাক, অটোরিকশা ও প্রাইভেট কারের ত্রিমুখী সংঘর্ষে ছয়জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুজন। নিহতদের মধ্যে পাঁচজনই একই পরিবারের। এরা সকলেই অটোরিকশার যাত্রী ছিলেন।

আজ বুধবার সকাল ৯টা ৫ মিনিটে উপজেলার চাঁদপুর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মসিরণ বেগম (৬৫), তাঁর দুই মেয়ে মইরোম (৪৫) ও  মর্জিনা বেগম(৪০), মইরোমের মেয়ে শিলা (১৮), মর্জিনার দুই ছেলে ইউসুফ (৮) ও নয়ন(৬), অটোরিকশা চালক নাসির (৩৫)। 

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কুষ্টিয়া থেকে একটি ট্রাক ও একটি অটোরিকশা একই মুখে রাজবাড়ীর দিকে যাচ্ছিল। কালুখালী ফায়ার সার্ভিসের সামনে এসে পৌঁছালে ট্রাকটি অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। একই সময়ে রাজবাড়ী থেকে কুষ্টিয়ামুখী একটি প্রাইভেট কারের সঙ্গে ওই ট্রাকটির ফের সংঘর্ষ হয়। 

ওসি বলেন, এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও তিনজন মারা যান। প্রাথমিকভাবে কারও পরিচয় জানা যায়নি।

আহত দুজনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। 

পাম্পকর্মীকে গাড়িচাপায় হত্যার কথা স্বীকার চালকের, যুবদল নেতাসহ কারাগারে

বিয়ের পাত্রী দেখতে যাওয়ার দিনই মেরে ফেলা হলো পাম্পকর্মী রিপনকে

তেলের দাম না দিয়ে পাম্পকর্মীকে গাড়িচাপায় হত্যা করে পালান সাবেক যুবদল নেতা, পরে আটক

রাজবাড়ীতে পদ্মায় ভেসে উঠছে কুমির, আতঙ্কে নদীতীরের মানুষ

ঘন কুয়াশায় ১২ ঘণ্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ

সাড়ে ৭ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু

রাজবাড়ীর ২টি আসন: কোন্দলেও আশাবাদী বিএনপি

রাজবাড়ীতে দুই পক্ষের সংঘর্ষে শিশু গুলিবিদ্ধ

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ