হোম > সারা দেশ > রাজবাড়ী

বেআইনিভাবে জমির দলিল রেজিস্ট্রি, রাজবাড়ীর সাবেক জেলা রেজিস্ট্রার কারাগারে

রাজবাড়ী প্রতিনিধি

বেআইনিভাবে দলিল রেজিস্ট্রি করার মামলায় রাজবাড়ীর সাবেক জেলা রেজিস্ট্রার গোলাম মাহবুবকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রাজবাড়ীর বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। বিচারক জাকিয়া পারভীন জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বাসিন্দা খালেক মৃধা মামলাটি করেন।

মামলার নথি থেকে জানা গেছে, ১৯৭২ সালে খালেক মৃধা বড় নুরপুর এলাকায় ৪২ শতাংশ জমি কেনেন। ২০১৮ সালে একই এলাকার আব্দুল আলিম জেলা রেজিস্ট্রার গোলাম মাহবুবের যোগসাজশে ওই জমি অন্য চার ব্যক্তির কাছে বিক্রি করেন। একই সঙ্গে আব্দুল আলিম ওই জমিতে ১৪৪ ধারা জারি চেয়ে আদালতে মামলা করেন।

একদিন খালেক মৃধা জমিতে কাজ করতে গেলে বাধা দেন চার ক্রেতা। ওই সময় তিনি তাঁর জমি বিক্রির বিষয়টি জানতে পেরে রাজবাড়ীর আদালতে মামলা করেন। মামলায় মজিবর রহমান, আব্দুল বারেক, ইউসুফ, হাসনা, আব্দুল আলিম, জেলা রেজিস্ট্রার গোলাম মাহবুবসহ ১০ জনকে আসামি করা হয়। আদালত মামলাটি দুর্নীতি দমন কমিশন (দুদক) ফরিদপুর কার্যালয়কে তদন্তভার দেন।

দুদকের আইনজীবী বিজন কুমার বোস বলেন, পদের অপব্যবহার করে অন্যকে অনৈতিক সুবিধা দেওয়ার মামলা দুদক তদন্ত করে প্রাথমিক সত্যতা পায়। পরে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। মামলার অন্য আসামিরা আদালতে আত্মসমর্পণ করেন। আজ সাবেক জেলা রেজিস্ট্রার গোলাম মাহবুব আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মেটা: বেআইনিভাবে দলিল রেজিস্ট্রি করার মামলায় রাজবাড়ীর সাবেক জেলা রেজিস্ট্রার গোলাম মাহবুবকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রাজবাড়ীর বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। বিচারক জাকিয়া পারভীন জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বাসিন্দা খালেক মৃধা মামলাটি করেন।

রাজবাড়ীতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে গলা কেটে হত্যা

রাজবাড়ীতে ভ্যানে ট্রাকের ধাক্কা, যুবক নিহত

সুদানে হামলা: নিহত শান্তিরক্ষী শামীমের বাড়িতে কান্নার রোল

পদ্মায় ড্রেজিং চলায় দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট বন্ধ

পদ্মায় ধরা পড়া কাতল মাছের দাম ১ লাখ ৮ হাজার টাকা

বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবক ও শিক্ষকদের মধ্যে তুমুল বাগ্‌বিতণ্ডা

পদ্মার চরে কৃষককে রাসেলস ভাইপারের ছোবল, জীবিত সাপ নিয়ে হাসপাতালে

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন যুবদল নেতা

পদ্মা ব্যারাজের দাবিতে লংমার্চ হাবাসপুর করা হবে: মনির হায়দার

হত্যা মামলায় চার আসামির যাবজ্জীবন