হোম > সারা দেশ > রাজবাড়ী

রাজবাড়ীতে নারীকে হত্যার দায়ে ১ ব্যক্তির মৃত্যুদণ্ড

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে ফাহিমা (৩৭) নামের এক নারীকে হত্যার দায়ে আবদুর রহিম মণ্ডল (৫০) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোসাম্মৎ জাকিয়া পারভিন আসামির উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডিত আবদুর রহিম মণ্ডল রাজবাড়ীর পাংশা উপজেলার জাগির কয়া গ্রামের বাসিন্দা।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আহম্মেদ আলী মৃধা আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আজ আদালতের দেওয়া রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, ফাহিমা ও রহিম মণ্ডল কাতারে থাকতেন। বছর তিনেক আগে তাঁরা দেশে আসেন। কাতার থাকাকালে আবদুর রহিমের কাছ থেকে ২ লাখ ১০ হাজার টাকা ধার নেন ফাহিমা। আবদুর রহিম দেশে চলে এলেও ফাহিমা কাতারে ছিলেন। করোনার সময় ফাহিমাও দেশে চলে আসেন। দেশে আসার পরও ফাহিমা ধারের টাকা ফেরত দিচ্ছিলেন না। টাকা চাইলে নানা রকম টালবাহানা করতেন।

এ ঘটনায় ফাহিমার ওপর ক্ষুব্ধ হন আবদুর রহিম। তাঁকে হত্যার পরিকল্পনা করেন। তারই অংশ হিসেবে ফাহিমার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন তিনি। তাঁকে বিয়ের প্রলোভন দেন। পাওনা টাকা ফেরত না দেওয়ার শর্তে বিয়েতে রাজি হন ফাহিমা।

মামলার অভিযোগে আরও বলা হয়, ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর ফাহিমাকে ফরিদপুরের ভাঙ্গা থেকে ডেকে রাজবাড়ীতে নিয়ে আসেন আবদুর রহিম। পরে গলায় গামছা পেঁচিয়ে তাঁকে হত্যা করে লাশ ধানখেতে ফেলে রাখেন। ৫ অক্টোবর ধানখেতে নারীর লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এ ঘটনায় জড়িত সন্দেহে আবদুর রহিমকে গ্রেপ্তার করে পুলিশ।

রাজবাড়ীতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে গলা কেটে হত্যা

রাজবাড়ীতে ভ্যানে ট্রাকের ধাক্কা, যুবক নিহত

সুদানে হামলা: নিহত শান্তিরক্ষী শামীমের বাড়িতে কান্নার রোল

পদ্মায় ড্রেজিং চলায় দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট বন্ধ

পদ্মায় ধরা পড়া কাতল মাছের দাম ১ লাখ ৮ হাজার টাকা

বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবক ও শিক্ষকদের মধ্যে তুমুল বাগ্‌বিতণ্ডা

পদ্মার চরে কৃষককে রাসেলস ভাইপারের ছোবল, জীবিত সাপ নিয়ে হাসপাতালে

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন যুবদল নেতা

পদ্মা ব্যারাজের দাবিতে লংমার্চ হাবাসপুর করা হবে: মনির হায়দার

হত্যা মামলায় চার আসামির যাবজ্জীবন