হোম > সারা দেশ > রাজবাড়ী

ছুটিতে বাড়ি ফিরতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল গার্মেন্টস কর্মীর 

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কে ট্রাকচাপায় পিষ্ট হয়ে মো. শহিদুল ইসলাম নামের এক গার্মেন্টস কর্মী নিহত হয়েছেন। এ সময় ট্রাকের চালক ও সহযোগী ট্রাক রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও দুর্ঘটনা কবলিত ট্রাকটিকে জব্দ করা হয়েছে। আজ শনিবার বিকেল ৪টা ২০ মিনিটের দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ঢাকা-খুলনা মহাসড়কের বাংলাদেশ হ্যাচারির সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত গার্মেন্টস কর্মী মো. শহিদুল ইসলাম বাগেরহাট জেলার রামপাল উপজেলার চন্দ্রাখালী গ্রামের মৃত শেখ জিন্নাত আলীর ছেলে। তার পকেটে থাকা জন্মসনদ ও প্রতিষ্ঠানের পরিচয়পত্র থেকে পরিচয় নিশ্চিত করে পুলিশ। 

গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) দেওয়ান শামীম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, নিহত গার্মেন্টস কর্মী একাই মোটরসাইকেল চালিয়ে ঢাকা থেকে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। ফেরি থেকে নেমে ঢাকা-খুলনা মহাসড়কের বাংলাদেশ হ্যাচারির সামনে আসলে তাঁর পেছনে থাকা একই মুখী পণ‍্যবাহী ট্রাক ওই মোটরসাইকেলটিকে চাপা দেয়। চাকার নিচে পরে মোটরসাইকেলটি ছিটকে বাইরে চলে গেলেও গার্মেন্টস কর্মী ট্রাকের চাকার নিচে পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। পরে দুর্ঘটনার খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ, হাইওয়ে পুলিশ, ট্রাফিক পুলিশ ও গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। 

গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মো. আরিফুর রহমানসহ আরও ৫ জন মরদেহটিকে ট্রাকের চাকার নিচ থেকে উদ্ধার করে আহলাদিপুর হাইওয়ে থানায় পাঠায়। 

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, মরদেটিকে আহলাদিপুর হাইওয়ে থানার মাধ্যমে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। 

ওসি আরও বলেন, ‘দুর্ঘটনা কবলিত ট্রাকটিকে জব্দ করা হয়েছে। দুর্ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে গেলেও তাঁকে আটকের চেষ্টা অব‍্যাহত রয়েছে।’ 

ঘন কুয়াশায় ১২ ঘণ্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ

সাড়ে ৭ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু

রাজবাড়ীর ২টি আসন: কোন্দলেও আশাবাদী বিএনপি

রাজবাড়ীতে দুই পক্ষের সংঘর্ষে শিশু গুলিবিদ্ধ

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

মাহিন্দ্রচাপায় প্রাণ গেল কৃষকের

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

জমির আইল কাটা নিয়ে দুই ভাইয়ের মারামারি, প্রাণ গেল কৃষকের

রাজবাড়ীতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে গলা কেটে হত্যা