হোম > সারা দেশ > রাজবাড়ী

পদ্ম ফুলের সৌন্দর্য ছড়াচ্ছে ‘বুড়োর বিল’

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি

দর্শনার্থীদের মধ্যে মুগ্ধতা ছড়াচ্ছে রাজবাড়ীর বালিয়াকান্দির ‘বুড়োর বিল’। উপজেলার ইসলামপুর ইউনিয়নের মঠবাড়িয়া এলাকায় বুড়োর বিলের দৃশ্য উপভোগ করতে প্রতিদিনই দর্শনার্থীদের ভিড় বাড়ছে।

স্থানীয়রা জানান, তাঁদের কাছে এটি ‘বুড়োর বিল’ নামেই পরিচিত। বর্ষাকালে বিলে দেখা যায় গোলাপি আভা। এই বুড়োর বিল সংরক্ষণ এবং পর্যটন স্পষ্ট হিসেবে গড়ে তোলা গেলে এলাকার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে।

সরেজমিনে দেখা গেছে, পদ্ম ফুলের সৌন্দর্য উপভোগ করতে বিভিন্ন বয়সী মানুষ বিলে আসছে। কেউ কেউ আবার স্মৃতি ধরে রাখতে ভিডিও করে রাখছেন এবং প্রিয়জনদের সঙ্গে ছবি তুলছেন। তবে বিলে পানি না থাকায় নৌকা চলছে না, যার কারণে প্রকৃতির সৌন্দর্য কাছ থেকে উপভোগ করতে পারছে না বলে জানিয়েছেন দর্শনার্থীরা। 

পদ্ম দেখতে আসা দর্শনার্থী নাসির উদ্দিন বলেন, ‘আমি রাজবাড়ী থেকে এখানে এসেছি পদ্মের সৌন্দর্য উপভোগ করতে। আমার সঙ্গে স্ত্রী ও মেয়েকে নিয়ে এসেছি। সারা জীবন তো কাজই করে গেলাম, তাই একটু বিনোদন নিতে এখানে আসা।’

সাথী আক্তার নামে আরেক দর্শনার্থী বলেন, ‘ফেসবুকে বিলটি সম্বন্ধে জানতে পেরে এখানে ঘুরতে এসেছি। পদ্ম দেখে খুবই ভালো লাগছে। তবে পানি কম এবং নৌকা না থাকায় পদ্মের সৌন্দর্য পুরোপুরি উপভোগ করা সম্ভব হচ্ছে না। তাই এই এলাকার যোগাযোগব্যবস্থা ভালো করার অনুরোধ জানাচ্ছি।’ 

মাইসা নামে এক শিশু বলে, ‘আমি আব্বু-আম্মুর সঙ্গে এসেছি। এখানে খুব ভালো লাগছে।’ 

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা বলেন, ‘বিলে ফুল ফোটার প্রথম দিকে দর্শনার্থীরা অনেক ফুল ছিঁড়ে নিয়ে যায়। সে জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সঙ্গে কথা বলে দুজন গ্রামপুলিশ নিযুক্ত করা হয়েছে। এই বিল সংরক্ষণ করা এবং পর্যটন স্পষ্ট হিসেবে গড়ে তোলার বিষয়টি বিবেচনাধীন রয়েছে।’

 

রাজবাড়ীতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে গলা কেটে হত্যা

রাজবাড়ীতে ভ্যানে ট্রাকের ধাক্কা, যুবক নিহত

সুদানে হামলা: নিহত শান্তিরক্ষী শামীমের বাড়িতে কান্নার রোল

পদ্মায় ড্রেজিং চলায় দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট বন্ধ

পদ্মায় ধরা পড়া কাতল মাছের দাম ১ লাখ ৮ হাজার টাকা

বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবক ও শিক্ষকদের মধ্যে তুমুল বাগ্‌বিতণ্ডা

পদ্মার চরে কৃষককে রাসেলস ভাইপারের ছোবল, জীবিত সাপ নিয়ে হাসপাতালে

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন যুবদল নেতা

পদ্মা ব্যারাজের দাবিতে লংমার্চ হাবাসপুর করা হবে: মনির হায়দার

হত্যা মামলায় চার আসামির যাবজ্জীবন