রাজবাড়ী জেলার গোয়ালন্দের পদ্মায় জালে ধরা পড়েছে ১৮ কেজি ওজনের একটি বাগাড় মাছ। পরে মাছটি ২১ হাজার ৬০০ টাকায় বিক্রি হয়। আজ বৃহস্পতিবার ভোর ৬টার দিকে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকার অদূরে পদ্মা নদীতে মাছটি ধরা পড়ে। বাবু চালাক নামের স্থানীয় এক জেলের জালে ধরা পড়ে এটি।
জানা যায়, জেলে বাবু চালাক মাছটি বিক্রির জন্য সকাল ৮টার দিকে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটে অবস্থিত শাকিল-সোহান মৎস্য আড়তে নিয়ে আসেন। পরে সম্রাট শাহজাহান শেখ মাছটি ১ হাজার ১০০ টাকা কেজি দরে মোট ১৯ হাজার ৮০০ টাকা দিয়ে মাছটি কিনে নেন।
মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, বাগাড় মাছটি উন্মুক্ত নিলামের মাধ্যমে কিনে পরে মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১ হাজার ২০০ টাকা কেজি দরে মোট ২১ হাজার ৬০০ টাকায় বিক্রি করা হয়েছে।
এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, মিঠাপানির এত বড় মাছ নদীতে এখন মাঝেমধ্যেই দেখা যাবে। আগামী প্রজন্মের জন্য এই মাছের স্থায়ী অভয়াশ্রম করা গেলে এমন মাছের বংশবৃদ্ধিসহ আরও বেশি পাওয়া যেত।