হোম > সারা দেশ > রাজবাড়ী

কনের বাড়িতে উপজেলা প্রশাসন, বাবা ও বরকে জরিমানা

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর বালিয়াকান্দিতে বাল্যবিবাহের প্রস্তুতি চলছিল। বর এসে পৌঁছান কনের বাড়িতে। বাল্যবিবাহের খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুল হাসান হাজির হন কনের বাড়িতে। এ সময় ভ্রাম্যমাণ আদালত কনের বাবাকে ৫ হাজার ও বরকে ১৫ হাজার টাকা জরিমানা করেন। 

আজ শুক্রবার বিকেলে বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। 

বর ও কনের বাবাকে জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুল হাসান।

ভ্রাম্যমাণ আদালত থেকে জানা গেছে, স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রীর সঙ্গে ইসলামপুর ইউনিয়নের বেড়াডাঙ্গা গ্রামের রুবেল মণ্ডলের (২৪) বিয়ের আয়োজন করা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে কনের বাড়িতে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার। 

এ সময় বয়স যাচাই করে কনের ১৬ বছর হওয়ায় তার বাবাকে ৫ হাজার ও বরকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দেবেন না বলে কনের বাবা মুচলেকায় সই করেন। ভ্রাম্যমাণ আদালতকে বালিয়াকান্দি থানা-পুলিশের একটি দল সহযোগিতা করে।

রাজবাড়ীতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে গলা কেটে হত্যা

রাজবাড়ীতে ভ্যানে ট্রাকের ধাক্কা, যুবক নিহত

সুদানে হামলা: নিহত শান্তিরক্ষী শামীমের বাড়িতে কান্নার রোল

পদ্মায় ড্রেজিং চলায় দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট বন্ধ

পদ্মায় ধরা পড়া কাতল মাছের দাম ১ লাখ ৮ হাজার টাকা

বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবক ও শিক্ষকদের মধ্যে তুমুল বাগ্‌বিতণ্ডা

পদ্মার চরে কৃষককে রাসেলস ভাইপারের ছোবল, জীবিত সাপ নিয়ে হাসপাতালে

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন যুবদল নেতা

পদ্মা ব্যারাজের দাবিতে লংমার্চ হাবাসপুর করা হবে: মনির হায়দার

হত্যা মামলায় চার আসামির যাবজ্জীবন