হোম > সারা দেশ > রাজবাড়ী

পাংশায় নিষেধাজ্ঞার সময়ে নদীতে ইলিশ ধরায় ৬ জেলেকে কারাদণ্ড

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি 

রাজবাড়ীর পাংশায় কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করছেন প্রশাসনের লোকজন। ছবি: সংগৃহীত

রাজবাড়ীর পাংশায় নিষেধাজ্ঞার সময়ে নদীতে ইলিশ মাছ ধরার অপরাধে ছয়জন জেলেকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৫ কেজি ইলিশ মাছ জব্দ ও ২০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

গতকাল শনিবার বিকেল থেকে রাত ১১টা পর্যন্ত উপজেলার পদ্মা নদীর বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ আহম্মেদ।

উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সাঈদ আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মা ইলিশ সংরক্ষণ অভিযানে পাংশা উপজেলার পদ্মা নদী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ছয়জন জেলেকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় ২০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় চার লাখ টাকা। এ ছাড়া জব্দ করা পাঁচ কেজি ইলিশ মাছ এতিমখানায় দান করা হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর (পাংশায় দায়িত্বপ্রাপ্ত) ওয়ারেন্ট অফিসার সফিউল্লাহসহ উপজেলা মৎস্য অফিসের কর্মচারীরা। ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন পাংশা মডেল থানা-পুলিশের একটি দল।

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

জমির আইল কাটা নিয়ে দুই ভাইয়ের মারামারি, প্রাণ গেল কৃষকের

রাজবাড়ীতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে গলা কেটে হত্যা

রাজবাড়ীতে ভ্যানে ট্রাকের ধাক্কা, যুবক নিহত

সুদানে হামলা: নিহত শান্তিরক্ষী শামীমের বাড়িতে কান্নার রোল

পদ্মায় ড্রেজিং চলায় দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট বন্ধ

পদ্মায় ধরা পড়া কাতল মাছের দাম ১ লাখ ৮ হাজার টাকা

বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবক ও শিক্ষকদের মধ্যে তুমুল বাগ্‌বিতণ্ডা

পদ্মার চরে কৃষককে রাসেলস ভাইপারের ছোবল, জীবিত সাপ নিয়ে হাসপাতালে

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন যুবদল নেতা