হোম > সারা দেশ > রাজবাড়ী

ইলিশ রক্ষার অভিযানে গিয়ে ট্রলারে মিলল আগ্নেয়াস্ত্র, আটক ৪

রাজবাড়ী প্রতিনিধি

আটক চারজন এবং উদ্ধার করা অস্ত্র। ছবি: সংগৃহীত

রাজবাড়ীর পদ্মায় মা ইলিশ রক্ষা অভিযানে গিয়ে যাত্রীবাহী ট্রলার থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করেছে যৌথ বাহিনী।

আজ শুক্রবার সন্ধ্যায় গোয়ালন্দ উপজেলার লঞ্চঘাট এলাকার পদ্মা নদী থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছে থাকা স্কুল ব্যাগ থেকে একটি বিদেশি পিস্তল ও বড় একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের কাঁচরন্দ গ্রামের আবু বক্কর মুন্সীর ছেলে মো. জীবন মুন্সী (২০), একই এলাকার মো. আজাদ শেখের ছেলে মো. নাজির উদ্দিন শেখ (১৯), পাবনা জেলার আমিনপুর উপজেলার ধারাই গ্রামের মো. রহমত সরদারের ছেলে মো. রশিদ সরদার (৫৫) ও একই উপজেলার ঢালারচর গ্রামের মো. আনছার মোল্লার ছেলে মো. খায়রুল মোল্লা (২৩)।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফ আল রাজীব বলেন, পদ্মা নদীতে মা ইলিশ রক্ষার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, নৌ পুলিশ ও গোয়ালন্দ থানা-পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়।

তিনি বলেন, অভিযান চলাকালে সদর উপজেলার অন্তরের মোড় থেকে একটি যাত্রীবাহী ট্রলার গোয়ালন্দ উপজেলার রাখালগাছি চরে যাচ্ছিল। দৌলতদিয়া লঞ্চঘাট এলাকায় পৌঁছালে ট্রলারটিতে মাছ থাকতে পারে বলে সন্দেহ হলে তল্লাশি চালায়। সে সময় স্কুল ব্যাগে থাকা একটি বিদেশি পিস্তল ও একটি একনলা বন্দুক উদ্ধারের পর জব্দ করা হয়। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সুদানে হামলা: নিহত শান্তিরক্ষী শামীমের বাড়িতে কান্নার রোল

পদ্মায় ড্রেজিং চলায় দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট বন্ধ

পদ্মায় ধরা পড়া কাতল মাছের দাম ১ লাখ ৮ হাজার টাকা

বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবক ও শিক্ষকদের মধ্যে তুমুল বাগ্‌বিতণ্ডা

পদ্মার চরে কৃষককে রাসেলস ভাইপারের ছোবল, জীবিত সাপ নিয়ে হাসপাতালে

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন যুবদল নেতা

পদ্মা ব্যারাজের দাবিতে লংমার্চ হাবাসপুর করা হবে: মনির হায়দার

হত্যা মামলায় চার আসামির যাবজ্জীবন

রাজবাড়ীর নুরাল পাগলার দরবারে হামলা, লুটপাটের আড়াই মাস পর মামলা

পদ্মায় ধরা পড়ল ২৪ কেজি ওজনের কাতল, বিক্রি হলো ৬৬ হাজার টাকায়