হোম > সারা দেশ > রাজবাড়ী

গোয়ালন্দে হঠাৎ মরা পদ্মা নদী ভাঙন আতঙ্কে এলাকাবাসী

প্রতিনিধি

রাজবাড়ী (গোয়ালন্দ): রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন ৮নং ওয়ার্ডের দরফের ডাঙা এলাকায় মরা পদ্মা নদীতে হঠাৎ ভাঙন শুরু হয়েছে। গত সোমবার রাতে বৃষ্টি হওয়ার পর থেকেই নদীতে ভাঙন শুরু হয়। ভাঙনের কারণে আতঙ্কে রয়েছে এলাকাবাসী।

দরফের ডাঙা মরা পদ্মানদীর ভাটির চলতি পথে যাওয়ার সময় দেখা যায় এক পাড় ভেঙে যাচ্ছে। বিশেষ করে নদীর পূর্ব পাড়ে ভাঙনের তাণ্ডব শুরু হয়েছে। সারা দেশের ন্যায় গোয়ালন্দ উপজেলায় সোমবার দিবাগত রাত থেকে শুরু হয় বৃষ্টি ও ঝোড়ো হওয়ার পর থেকেই শুরু হয় এই এলাকার মরা পদ্মা নদীর ভাঙন।

এ এলাকার বাসিন্দা সাইদুল শেখ বলেন, ফসলি জমি প্রায় ১০০ থেকে দেড় শ ফিট নদীগর্ভে চলে গেছে। কিছু অবৈধ বালু ব্যবসায়ী ড্রেজার দিয়ে দীর্ঘদিন এই মরা পদ্মা নদীতে অবাধে বালু উত্তোলন করে বিক্রির মহোৎসব চালিয়ে আসছিল। এই অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের ফলেই এই মরা পদ্মায় নদী হঠাৎ ভাঙনের সৃষ্টি হয়েছে বলে মনে করছেন।

এদিকে এই অবৈধ ড্রেজার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সময়ে ড্রেজার ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাসহ জরিমানা, মেশিন ধ্বংস এবং পাইপ ভেঙে ফেলা হয় বিভিন্ন সময়।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল হক খান মামুন বলেন, নদী ভাঙন রোধে সঠিক ব্যবস্থা গ্রহণ করা হবে। ৪নং উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল হোসেন বলেন, অসময়ে এই মরা পদ্মা নদীতে ভাঙন একটি দুঃখজনক। মরা পদ্মা নদীতে যেন আর ড্রেজার মেশিন বসানো না হয় আমি সেদিকে খেয়াল রাখব।

রাজবাড়ীতে ভ্যানে ট্রাকের ধাক্কা, যুবক নিহত

সুদানে হামলা: নিহত শান্তিরক্ষী শামীমের বাড়িতে কান্নার রোল

পদ্মায় ড্রেজিং চলায় দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট বন্ধ

পদ্মায় ধরা পড়া কাতল মাছের দাম ১ লাখ ৮ হাজার টাকা

বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবক ও শিক্ষকদের মধ্যে তুমুল বাগ্‌বিতণ্ডা

পদ্মার চরে কৃষককে রাসেলস ভাইপারের ছোবল, জীবিত সাপ নিয়ে হাসপাতালে

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন যুবদল নেতা

পদ্মা ব্যারাজের দাবিতে লংমার্চ হাবাসপুর করা হবে: মনির হায়দার

হত্যা মামলায় চার আসামির যাবজ্জীবন

রাজবাড়ীর নুরাল পাগলার দরবারে হামলা, লুটপাটের আড়াই মাস পর মামলা