হোম > সারা দেশ > রাজবাড়ী

গলায় হাড় আটকে শিক্ষার্থীর মৃত্যু

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের আড়াবাড়িয়া গ্রামের মামার বাড়িতে বেড়াতে এসে মাংস খেতে গিয়ে গলায় হাড় আটকে সাইদাল হাসান আলিফ (১৪) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে। নিহত আলিফ ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার মৃত হাবিবুর রহমানের ছেলে। সে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। আলিফ তার পরিবারের সঙ্গে রাজবাড়ী পৌরসভার বিনোদপুর কলেজপাড়া এলাকায় বসবাস করতো।

স্থানীয় সূত্রে জানা যায়, আলিফ ঈদুল আজহা উপলক্ষে বালিয়াকান্দির ইসলামপুর ইউনিয়নের মামার বাড়িতে বেড়াতে আসে। রাত সাড়ে ৯টার দিকে কোরবানীর মাংস খাওয়ার সময় তার গলায় মাংসের হাড় আটকে যায়।

এ সময় অসুস্থ হয়ে যায় আলিফ। পরে পরিবারের লোকজন তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানের চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর পাঠানোর পরামর্শ দেন। ফরিদপুরে নেয়ার পথেই আলিফের মৃত্যু হয়।

ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহম্মদ আলী মাস্টার বলেন, মাংস খেতে গিয়ে আলিফ নামে এক শিক্ষার্থী মারা গেছে। তার টনসিলের সমস্যা ছিল। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

রাজবাড়ীতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে গলা কেটে হত্যা

রাজবাড়ীতে ভ্যানে ট্রাকের ধাক্কা, যুবক নিহত

সুদানে হামলা: নিহত শান্তিরক্ষী শামীমের বাড়িতে কান্নার রোল

পদ্মায় ড্রেজিং চলায় দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট বন্ধ

পদ্মায় ধরা পড়া কাতল মাছের দাম ১ লাখ ৮ হাজার টাকা

বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবক ও শিক্ষকদের মধ্যে তুমুল বাগ্‌বিতণ্ডা

পদ্মার চরে কৃষককে রাসেলস ভাইপারের ছোবল, জীবিত সাপ নিয়ে হাসপাতালে

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন যুবদল নেতা

পদ্মা ব্যারাজের দাবিতে লংমার্চ হাবাসপুর করা হবে: মনির হায়দার

হত্যা মামলায় চার আসামির যাবজ্জীবন