হোম > সারা দেশ > রাজবাড়ী

পাওনা টাকা না পেয়ে শ্বশুরকে গাছে বেঁধে নির্যাতন, জামাতাসহ আটক ৩

রাজবাড়ী প্রতিনিধি

পাংশা উপজেলার যশাই ইউনিয়নের সমসপুর গ্রামে শ্বশুরকে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। পরে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে। ছবি: আজকের পত্রিকা

রাজবাড়ীর পাংশা উপজেলার যশাই ইউনিয়নের সমসপুর গ্রামে পাওনা টাকা না পেয়ে শ্বশুরকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে জামাইয়ের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৯ জুন) সকালে এ ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার ব্যক্তি সাইদুল প্রামাণিক একই গ্রামের বাসিন্দা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে এবং ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জামাই দাউদ মণ্ডলসহ তিনজনকে আটক করে। আটক ব্যক্তিরা হলেন—মো. মিজান মণ্ডল এবং তাঁর দুই ছেলে মো. দাউদ মণ্ডল ও মো. নাজমুল মণ্ডল।

স্থানীয় সূত্রে জানা গেছে, শ্বশুর সাইদুল প্রামাণিক জামাই দাউদ মণ্ডলের কাছ থেকে ছয় বছর আগে জমি লিজ দেওয়ার কথা বলে ১ লাখ টাকা নেন। কিন্তু পরে জমি না দিয়ে টাকা ফেরত দেওয়ার জন্য সময় নিলেও দীর্ঘদিনেও পরিশোধ করেননি। এ নিয়ে একাধিকবার স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে সালিস হলেও কোনো সমাধান হয়নি।

বৃহস্পতিবার সকালে ক্ষিপ্ত হয়ে জামাই দাউদ মণ্ডল শ্বশুরকে ধরে এনে গাছের সঙ্গে বেঁধে রাখেন এবং শারীরিকভাবে নির্যাতন করেন বলে অভিযোগ ওঠে।

পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন বলেন, ‘খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করেছে এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট তিনজনকে আটক করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

মাহিন্দ্রচাপায় প্রাণ গেল কৃষকের

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

জমির আইল কাটা নিয়ে দুই ভাইয়ের মারামারি, প্রাণ গেল কৃষকের

রাজবাড়ীতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে গলা কেটে হত্যা

রাজবাড়ীতে ভ্যানে ট্রাকের ধাক্কা, যুবক নিহত

সুদানে হামলা: নিহত শান্তিরক্ষী শামীমের বাড়িতে কান্নার রোল

পদ্মায় ড্রেজিং চলায় দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট বন্ধ

পদ্মায় ধরা পড়া কাতল মাছের দাম ১ লাখ ৮ হাজার টাকা

বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবক ও শিক্ষকদের মধ্যে তুমুল বাগ্‌বিতণ্ডা