হোম > সারা দেশ > রাজবাড়ী

রাজবাড়ীতে বাল‍্যবিয়ে ও আত্মহত্যা বিরোধী সাইকেল র‍্যালি 

রাজবাড়ী প্রতিনিধি

‘আমার জীবন আমার অধিকার, বাল‍্যবিয়ে রুখব এবার’ এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে বাল‍্যবিয়ে ও আত্মহত্যা বিরোধী সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় রাজবাড়ী জেলা পুলিশের আয়োজনে র‍্যালিটি বের করা হয়। 

র‍্যালিটি পুলিশ সুপারের কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে একই জায়গায় এসে শেষ হয়। র‍্যালিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক নারী সাইক্লিস্ট অংশগ্রহণ করেন। 

রোকসানা নামের এক নারী শিক্ষার্থী বলেন, ‘আজকের এই সাইকেল র‍্যালির মূল উদ্দেশ্য হচ্ছে পরিবারের বড়দের ও মেয়েদের সচেতন করা। যেন পরিবারের প্রত্যেক মেয়েদের ১৮ বছরের আগে বিয়ে দেওয়া না হয়। ১৮ বছরের আগে তাদের বিয়ে দিলে, মেয়েরা যেন রুখে দাঁড়ায়।’ 

স্মৃতি নামে আরেক শিক্ষার্থী বলেন, ‘অনেক মেয়েকে ১৮ বছরের আগেই বিয়ে দিয়ে দেয়। অনেক অভিভাবক সচেতন না। অনেকের আবার অল্প বয়েসে বিয়ে হওয়ায় তারা সংসারের ঝামেলায় আত্মহত্যা করে। যে কারণে আজকের এই সাইকেল র‍্যালির মাধ্যমে সবাই সচেতন করার চেষ্টা।’ 

শিক্ষার্থী মাইমুনা সাকিবা বলেন, ‘আমাদের অনেক মা-বাবা এখনো সচেতন না। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে তারা তাদের মেয়েদের ১৮ বছরের আগেই বিয়ে দিয়ে দেয়। এই সাইকেল র‍্যালির মাধ্যমে এতটুকু বোঝানো যে আমরা বাল‍্যবিয়ের বিরুদ্ধে।’ 

এ বিষয়ে রাজবাড়ীর পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ বলেন, ‘সাইকেল লাভার রাজবাড়ী ও স্বেচ্ছাসেবী সংগঠন প্রান্তিক জনকল্যাণ সংস্থা সমাজে মাদক বিরোধী কর্মকাণ্ড ও বাল্যবিবাহ প্রতিরোধে, আত্মহত্যা রোধে কাজ করে থাকে। যেহেতু মাদক ও আত্মহত্যার সঙ্গে পুলিশের সংযোগ রয়েছে, তাই আমরা জেলা পুলিশ তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছি।’ 

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে আত্মহত্যার প্রবণতা আগের থেকে অনেকটা বেড়েছে। তাই আমরা যদি সমাজের মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে পারি তাহলে আত্মহত্যার প্রবণতা কমানো সম্ভব। এ ছাড়াও সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব। আমরা এ ধরনের ভালো উদ্যোগের সঙ্গে জেলা পুলিশ সব সময় পাশে থাকব।’

রাজবাড়ীতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে গলা কেটে হত্যা

রাজবাড়ীতে ভ্যানে ট্রাকের ধাক্কা, যুবক নিহত

সুদানে হামলা: নিহত শান্তিরক্ষী শামীমের বাড়িতে কান্নার রোল

পদ্মায় ড্রেজিং চলায় দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট বন্ধ

পদ্মায় ধরা পড়া কাতল মাছের দাম ১ লাখ ৮ হাজার টাকা

বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবক ও শিক্ষকদের মধ্যে তুমুল বাগ্‌বিতণ্ডা

পদ্মার চরে কৃষককে রাসেলস ভাইপারের ছোবল, জীবিত সাপ নিয়ে হাসপাতালে

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন যুবদল নেতা

পদ্মা ব্যারাজের দাবিতে লংমার্চ হাবাসপুর করা হবে: মনির হায়দার

হত্যা মামলায় চার আসামির যাবজ্জীবন