রাজবাড়ীর বালিয়াকান্দিতে গরু চুরি করতে গিয়ে ধরা পড়লেন হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পাওয়া আসামিসহ দুজন। গতকাল রোববার রাতে উপজেলার নবাবপুরের হোগলাডাঙ্গী গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয় লোকজন তাঁদেরকে ধরে পিটুনি দেন। পরে পুলিশ দুজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
গণপিটুনির শিকার দুই ব্যক্তি হলেন, বালিয়াকান্দির নবাবপুর ইউনিয়নের পদমী গ্রামের সাইফুল শেখ রিপন (৩০) ও ফরিদপুরের অম্বিকাপুর গ্রামের খোকন শেখ (৩৮)।
গরু চুরির ঘটনার বিষয়ে নবাবপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. কামরুল হাসান বলেন, ‘এলাকার একটি বাড়িতে গরু চুরি করতে ঢুকলে দুজনকেই ধরে ফেলেন স্থানীয় লোকজন। পরে গ্রামের লোকজন একত্রিত হয়ে তাঁদেরকে গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেন। এক সপ্তাহ আগে নবাবপুর ইউনিয়নের হোগলাডাঙ্গী গ্রাম থেকে দুটি গরু চুরি হয়।’