হোম > সারা দেশ > রাজবাড়ী

রাজবাড়ী‌তে জেলা ছাত্রদল নেতার অফি‌সে হামলা, স্বেচ্ছাসেবক দল নেতার গাড়িতে অগ্নিসংযোগ

রাজবাড়ী প্রতিনিধি

প্রাইভেট কারে অগ্নিসংযোগ। ছবি: সংগৃহীত

রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানের কার্যালয়ে হামলা ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সাব্বির হোসেনের প্রাইভেট কারে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিজেদের মধ্যে দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

জানা যায়, রাত পৌনে ১০টার দিকে একদল যুবক লাঠিসোঁটা নিয়ে রাজবাড়ী আজাদী ময়দানের সামনে অবস্থিত ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানের কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে। এরপর আরেক দল যুবক রোমানের কার্যালয়ের অদূরে ইয়াছিন উচ্চবিদ্যালয়ের সামনে পার্কিং করে রাখা সাব্বির হোসেনের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান বলেন, হামলার সময় তিনি তাঁর কার্যালয়ে ছিলেন না। সাব্বিরের লোকজন এই হামলা করেছে। রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে তিনি এগিয়ে গেছেন। এটা সাব্বিরের ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছে। এ কারণে এই হামলা করেছে। তা ছাড়া আর কোনো কারণ তাঁর জানা নেই। এ বিষয়ে তিনি আইনগত পদক্ষেপ নেবেন। দলীয় নেতাদেরও বিষয়টি জানাবেন। সাব্বিরের গাড়িতে কারা আগুন দিয়েছে, তা তিনি জানেন না।

জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সাব্বির হোসেনের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হ‌লে তিনি কল রিসিভ করেননি। প‌রে খুদেবার্তা পাঠিয়েও সাড়া পাওয়া যায়নি।

রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, এ বিষয়ে কেউ অভিযোগ দেয়নি। শান্তি–শৃঙ্খলা রক্ষায় আজাদী ময়দানের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

রাজবাড়ীতে পদ্মায় ভেসে উঠছে কুমির, আতঙ্কে নদীতীরের মানুষ

ঘন কুয়াশায় ১২ ঘণ্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ

সাড়ে ৭ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু

রাজবাড়ীর ২টি আসন: কোন্দলেও আশাবাদী বিএনপি

রাজবাড়ীতে দুই পক্ষের সংঘর্ষে শিশু গুলিবিদ্ধ

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

মাহিন্দ্রচাপায় প্রাণ গেল কৃষকের

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

জমির আইল কাটা নিয়ে দুই ভাইয়ের মারামারি, প্রাণ গেল কৃষকের