রাজবাড়ীর কালুখালীতে ট্রাকের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে উপজেলার চাঁদপুর ব্রিজ এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই মোটরসাইকেল আরোহীর নাম বারেক মণ্ডল (৫৫)। তিনি রাজবাড়ীর দয়ালনগর এলাকার বাসিন্দা।
স্থানীয় বাসিন্দারা জানান, আজ দুপুরে বারেক মণ্ডল উপজেলার মোহনপুর বাজার থেকে মোটরসাইকেলে রাজবাড়ীতে যাচ্ছিলেন। পথে চাঁদপুর ব্রিজ এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা রাজবাড়ীগামী একটি ট্রাক তাঁকে চাপা দেয়। এ সময় স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পরপরই ট্রাক নিয়ে চালক পালিয়ে যান। তাঁকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।