রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা-যমুনার মোহনায় জেলের জালে ধরা পড়েছে বড় আকৃতির একটি বাগাড় মাছ। আজ শুক্রবার দুপুরে ৭ নম্বর ফেরিঘাট-সংলগ্ন এলাকায় মাছটি ধরা পড়ে। পরে উন্মুক্ত নিলামে এটি ১৩ হাজার টাকায় বিক্রি হয়।
জেলে চান মিয়া জানান, দুপুরে মোহনায় জাল ফেললে বিশাল আকৃতির বাগাড় মাছটি ধরা পড়ে। মাছটি পাড়ে আনার পর দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকার সুমাইয়া মৎস্য আড়তে নিয়ে যাওয়া হয়। সেখানে ওজন করে দেখা যায়, মাছটির ওজন ১০ কেজি। পরে কেজিপ্রতি ১ হাজার ৩০০ টাকা দরে মোট ১৩ হাজার টাকায় মাছটি বিক্রি করেন।
স্থানীয় মাছ ব্যবসায়ী আনিস মোল্লা বলেন, ‘মাছটি কিনে ফেরিঘাটের পন্টুনে বেঁধে রেখেছি। মোবাইল ফোনে বিভিন্ন জায়গায় যোগাযোগ করছি। কেজিপ্রতি ৫০ থেকে ১০০ টাকা লাভ পেলে বিক্রি করব।’
উল্লেখ্য, বাগাড় একটি বিলুপ্তপ্রায় মাছ, যা এখন সচরাচর পাওয়া যায় না। এই প্রজাতির মাছ সাধারণত পদ্মা ও যমুনা নদীর গভীর অংশে বিচরণ করে।