হোম > সারা দেশ > রাজবাড়ী

ঝাড়ফুঁকের নামে গৃহবধূকে ধর্ষণ, কবিরাজসহ ২ জনের যাবজ্জীবন

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে গৃহবধূকে ঝাড়ফুঁকের নামে ধর্ষণ করার মামলায় কবিরাজ ও তার সহকারীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। 

আজ রোববার দুপুরে আসামিদের উপস্থিতিতে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাব্বির ফয়েজ এ রায় দেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন—রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রায়নগর গ্রামের মৃত মোহন গাইনের ছেলে মান্নান গাইন ওরফে মান্নান কবিরাজ (৫২) ও তাঁর সহযোগী চর বাগমারা গ্রামের মৃত মুনছুর বিশ্বাসের ছেলে ফারুক বিশ্বাস (৩৫)। 

আদালত সূত্রে জানা গেছে, ওই গৃহবধূ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। এ কারণে স্থানীয় এক কবিরাজের ওষুধ সেবন করছিলেন। গত ২০২১ সালের ১৩ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে ঝাড় ফুঁকের কথা বলে ওই গৃহবধূকে ধর্ষণ করেন কবিরাজ ও তাঁর সহকারী। পরে ওই গৃহবধূ বাদী হয়ে ১৫ এপ্রিল রাজবাড়ী থানায় একটি মামলা করেন। মামলার পর পুলিশ আসামিদের গ্রেপ্তার করে আদালতে পাঠান। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম বলেন, দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে আদালত মান্নান কবিরাজ ও ফারুক বিশ্বাসকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন। এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

পাম্পকর্মীকে গাড়িচাপায় হত্যার কথা স্বীকার চালকের, যুবদল নেতাসহ কারাগারে

বিয়ের পাত্রী দেখতে যাওয়ার দিনই মেরে ফেলা হলো পাম্পকর্মী রিপনকে

তেলের দাম না দিয়ে পাম্পকর্মীকে গাড়িচাপায় হত্যা করে পালান সাবেক যুবদল নেতা, পরে আটক

রাজবাড়ীতে পদ্মায় ভেসে উঠছে কুমির, আতঙ্কে নদীতীরের মানুষ

ঘন কুয়াশায় ১২ ঘণ্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ

সাড়ে ৭ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু

রাজবাড়ীর ২টি আসন: কোন্দলেও আশাবাদী বিএনপি

রাজবাড়ীতে দুই পক্ষের সংঘর্ষে শিশু গুলিবিদ্ধ

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ