হোম > সারা দেশ > রাজবাড়ী

দৌলতদিয়া ফেরিঘাটে যানবাহনের দীর্ঘ যানজট 

প্রতিনিধি, রাজবাড়ী

লকডাউন শিথিলের প্রথম দিনেই দৌলতদিয়া ফেরিঘাটে দেখা দিয়েছে যানবাহনের দীর্ঘ যানজট। ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের ৩ কিলোমিটার অংশ জুড়ে রয়েছে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের সাড়ি। শুধু তাই নয়, দৌলতদিয়া থেকে ১৩ কিলোমিটার দূরে গোয়ালন্দ মোড়ে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে ট্রাক এবং কাভার্ড ভ্যানের প্রায় ৪ কিলোমিটার এলাকায় জুড়ে যানবাহনের সাড়ি রয়েছে। এর মধ্যে পণ‍্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি। 

চুয়াডাঙ্গা থেকে আসা ট্রাক চালক আলম বলেন, গতকাল মঙ্গলবার বিকেলে গোয়ালন্দ মোড়ে এসেছি। এখনো ঘাট এলাকায় পৌঁছাতে পারি নাই। যানবাহনের দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। কখন ফেরিতে উঠব সেটা জানি না। 

ফরিদপুর থেকে আসা ট্রাক চালক ইসমাইল হোসেন বলেন, যানজটে খুবই দুর্ভোগে আছি। এখানে খাবারের কোন হোটেল ও দোকান নেই। খেতে যেতে হলে ২ কিলোমিটার দূরে যেতে হবে। এমনকি বাথরুমের ব‍্যবস্থাও নেই। 

বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. শিহাব উদ্দিন বলেন, নদীতে তীব্র স্রোত থাকায় ফেরি চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। সেই সঙ্গে লকডাউন শিথিল হওয়ায় যানবাহনের চাপ অনেক বেড়েছে। ফলে ঘাট এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। 

মো. শিহাব উদ্দিন আরও বলেন, এই রুটে ছোটবড় মিলে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৫টি ফেরি চলাচল করছে। তবুও গাড়ির চাপে যানজট দেখা দিয়েছে। 

রাজবাড়ীতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে গলা কেটে হত্যা

রাজবাড়ীতে ভ্যানে ট্রাকের ধাক্কা, যুবক নিহত

সুদানে হামলা: নিহত শান্তিরক্ষী শামীমের বাড়িতে কান্নার রোল

পদ্মায় ড্রেজিং চলায় দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট বন্ধ

পদ্মায় ধরা পড়া কাতল মাছের দাম ১ লাখ ৮ হাজার টাকা

বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবক ও শিক্ষকদের মধ্যে তুমুল বাগ্‌বিতণ্ডা

পদ্মার চরে কৃষককে রাসেলস ভাইপারের ছোবল, জীবিত সাপ নিয়ে হাসপাতালে

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন যুবদল নেতা

পদ্মা ব্যারাজের দাবিতে লংমার্চ হাবাসপুর করা হবে: মনির হায়দার

হত্যা মামলায় চার আসামির যাবজ্জীবন