হোম > সারা দেশ > রাজবাড়ী

চাকরির প্রলোভনে যৌনপল্লিতে বিক্রির চেষ্টায় গ্রেপ্তার ১, তরুণী উদ্ধার

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

বেশি বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লিতে বিক্রির সময় ১৯ বছর বয়সী এক তরুণীকে উদ্ধার করেছে পুলিশ। বিক্রি চেষ্টায় জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দৌলতদিয়া যৌনপল্লির প্রধান ফটক থেকে ওই তরুণীকে উদ্ধার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তির নাম রফিক সরদার (৩৪)। তিনি উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের তাহের কাজীরপাড়া গ্রামের উম্বার সরদারের ছেলে। এ সময় এই কাজের প্রধান সহযোগী মজিবর কসাই (৫০) কৌশলে পালিয়ে যায়। মজিবর কসাই রাজবাড়ী জেলার পাংশা উপজেলার নাদুরিয়া বাস্তপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। 

উদ্ধার হওয়া ওই তরুণী বলেন, তাঁর বাড়ি মাগুরা জেলায়। তাঁর নানা গরু কেনা-বেচার ব্যবসা করেন। ব্যবসার কারণে পলাতক মজিবর কসাই তাঁর নানা বাড়িতে যাতায়াত করতেন। সেখানে মজিবরের সঙ্গে তাঁর পরিচয়। মাগুরায় মনিকা বিউটি পারলারে কাজ করতেন তিনি। মজিবর কসাই তাঁর কাছে তাঁর বেতন জানতে চান। মাসে ৭ হাজার টাকা বেতনের কথা জানানোর পর মজিবর কসাই তাঁর ভালো বেতনে চাকরির ব্যবস্থা করে দেবেন তাঁর নানাকে প্রস্তাব দেন। পরে এ কথায় তিনি ও তাঁর নানা রাজি হন। 

পরে গত রোববার তিনি তাঁর নানার সঙ্গে টাঙ্গাইল তাঁর খালার বাড়িতে রওনা হয়ে দৌলতদিয়া ঘাটে এসে পৌঁছান। এ সময় মজিবর কসাই তাঁদের রফিক সরদারের সঙ্গে পরিচয় করিয়ে জানান, রফিক তাঁর ভালো চাকরির ব্যবস্থা করে দেবেন। এরপর গতকাল রফিক সরদার তাঁদের ফোনে জানায়, ভালো চাকরির ব্যবস্থা হয়েছে, সেই সঙ্গে বাসাও ঠিক করা হয়েছে। তাঁরা যেন দ্রুত দৌলতদিয়ায় চলে আসেন। তাঁরা রফিকের কথায় বিশ্বাস করে সেদিনই বিকেল ৫টার দিকে দৌলতদিয়ায় চলে আসেন। 

দৌলতদিয়া রেলস্টেশন এলাকায় তাঁর নানা পাশে একটি দোকানে গেলে রফিক তাঁকে দৌলতদিয়া যৌনপল্লির প্রধান গেটে নিয়ে যান। এ সময় তিনি তাঁর নানার জন্য অপেক্ষা করতে বললে রফিক তাঁকে বলেন, ‘তোমার নানা বাসা চেনেন, উনি চলে আসবেন। অসুবিধা নেই ওখানে তোমার মত আরও অনেক মেয়ে আছে।’ তাঁকে যৌনপল্লিতে নিয়ে যাওয়া হচ্ছে বুঝতে পেরে তিনি ভেতরে যেতে অস্বীকৃতি জানান। এ সময় তাঁকে জোরপূর্বক যৌনপল্লিতে নিয়ে যাওয়ার চেষ্টা করলে তিনি চিৎকার করতে শুরু করেন। পরে স্থানীয়রাসহ বেসরকারি উন্নয়ন সংস্থা মুক্তি মহিলা সমিতির কর্মীরা এগিয়ে এসে থানা-পুলিশকে খবর দেয়। 

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, ‘খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে পুলিশ ঘটনাস্থালে গিয়ে ওই তরুণীকে উদ্ধার ও একজনকে গ্রেপ্তার করে। ঘটনায় জড়িত অপর আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে। এ বিষয়ে উদ্ধার হওয়া তরুণী বাদী হয়ে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা দায়ের করেছেন।’ 

সুদানে হামলা: নিহত শান্তিরক্ষী শামীমের বাড়িতে কান্নার রোল

পদ্মায় ড্রেজিং চলায় দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট বন্ধ

পদ্মায় ধরা পড়া কাতল মাছের দাম ১ লাখ ৮ হাজার টাকা

বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবক ও শিক্ষকদের মধ্যে তুমুল বাগ্‌বিতণ্ডা

পদ্মার চরে কৃষককে রাসেলস ভাইপারের ছোবল, জীবিত সাপ নিয়ে হাসপাতালে

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন যুবদল নেতা

পদ্মা ব্যারাজের দাবিতে লংমার্চ হাবাসপুর করা হবে: মনির হায়দার

হত্যা মামলায় চার আসামির যাবজ্জীবন

রাজবাড়ীর নুরাল পাগলার দরবারে হামলা, লুটপাটের আড়াই মাস পর মামলা

পদ্মায় ধরা পড়ল ২৪ কেজি ওজনের কাতল, বিক্রি হলো ৬৬ হাজার টাকায়