হোম > সারা দেশ > রাজবাড়ী

যৌনপল্লিতে ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যু

প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লিতে এক ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পঞ্চাশোর্ধ ওই ব্যবসায়ী রাজধানী ঢাকার ওয়ারি এলাকার বাসিন্দা। পেশায় একজন ইলেকট্রনিক ব্যবসায়ী। আজ শুক্রবার ভোরে ঘটনাটি ঘটে। 

পুলিশ ও যৌনপল্লি সূত্রে জানা গেছে, ব্যবসায়ী ভোর ৪টার দিকে যৌন উত্তেজক ওষুধ খেয়ে পল্লির আনোয়ারা বাড়িওয়ালার ভাড়াটিয়া এক যৌনকর্মীর (২৫) ঘরে প্রবেশ করেন। সেখানে রক্তচাপ বেড়ে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁর অবস্থার অবনতি হওয়ায় ভোর ৫টার দিকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে মৃতের স্বজনেরা আজ শুক্রবার দুপুরে গোয়ালন্দ ঘাট থানায় আসেন। 

থানায় আলাপকালে ব্যবসায়ীর স্ত্রী জানান, তার স্বামী হৃদরোগ আক্রান্ত। তাঁর রিং পরানো রয়েছে। কিছুদিন আগে অসুস্থ হয়ে সিসিইউতে চার দিন ভর্তি ছিলেন। তবে তিনি মাঝেমধ্যেই ব্যবসার কাজের কথা বলে রাতে বাড়িতে ফিরতেন না। 

গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, আমাদের ধারণা, অতিরিক্ত যৌন উত্তেজক ওষুধ সেবনের কারণে তিনি মারা গেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সম্প্রতি পল্লিতে এ ধরনের আরও কয়েকটি মৃত্যুর ঘটনা ঘটেছে।

রাজবাড়ীতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে গলা কেটে হত্যা

রাজবাড়ীতে ভ্যানে ট্রাকের ধাক্কা, যুবক নিহত

সুদানে হামলা: নিহত শান্তিরক্ষী শামীমের বাড়িতে কান্নার রোল

পদ্মায় ড্রেজিং চলায় দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট বন্ধ

পদ্মায় ধরা পড়া কাতল মাছের দাম ১ লাখ ৮ হাজার টাকা

বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবক ও শিক্ষকদের মধ্যে তুমুল বাগ্‌বিতণ্ডা

পদ্মার চরে কৃষককে রাসেলস ভাইপারের ছোবল, জীবিত সাপ নিয়ে হাসপাতালে

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন যুবদল নেতা

পদ্মা ব্যারাজের দাবিতে লংমার্চ হাবাসপুর করা হবে: মনির হায়দার

হত্যা মামলায় চার আসামির যাবজ্জীবন