হোম > সারা দেশ > রাজবাড়ী

রাজবাড়ীতে পৃথক দুর্ঘটনায় নিহত ৩ 

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর পাংশায় পৃথক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের হেনা মোড় ও মৈশালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের হাটগ্রামের মোহাম্মদ আলী বিশ্বাসের ছেলে বিল্লাল হোসেন (২৫), খাগজানা গ্রামের প্রহ্লাদ বিশ্বাসের ছেলে প্রশান্ত বিশ্বাস (২৮) ও পাংশা উপজেলার লস্করপাড়া গ্রামের মৃত খয়েবার আলী মন্ডলের ছেলে মো. আজিজ মন্ডল (৬৫)।

স্থানীয়রা জানায়, কালুখালী থেকে ইঞ্জিনচালিত নসিমনে ১৩ জন লালনভক্ত কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালনের আখড়াবাড়িতে যাচ্ছিলেন। রাত সোয়া ১০টার দিকে পাংশার হেনা মোড় এলাকায় পৌঁছালে পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি নসিমনকে ধাক্কা দেয়। এ সময় বিল্লাল হোসেন ও প্রশান্ত বিশ্বাস গুরুতর আহত হন।

তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার চিকিৎসক বিল্লাল হোসেনকে মৃত ঘোষণা করেন। প্রশান্ত বিশ্বাসের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

অন্যদিকে রাত ৯টার দিকে পাংশার মৈশালা বাজার থেকে বাড়ি ফেরার পথে চলন্ত গরুবাহী পিকআপ থেকে একটি গরু মো. আজিজ মন্ডলের গায়ের ওপর লাফিয়ে পড়লে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিহত আজিজ মন্ডল একই উপজেলার লস্করপাড়া গ্রামের বাসিন্দা।

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম আসাদুজ্জামান বলেন, গাড়িটি শনাক্তের জন্য পুলিশ কাজ করে যাচ্ছে। এ ঘটনায় পাংশা হাইওয়ে থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে।

পাম্পকর্মীকে গাড়িচাপায় হত্যার কথা স্বীকার চালকের, যুবদল নেতাসহ কারাগারে

বিয়ের পাত্রী দেখতে যাওয়ার দিনই মেরে ফেলা হলো পাম্পকর্মী রিপনকে

তেলের দাম না দিয়ে পাম্পকর্মীকে গাড়িচাপায় হত্যা করে পালান সাবেক যুবদল নেতা, পরে আটক

রাজবাড়ীতে পদ্মায় ভেসে উঠছে কুমির, আতঙ্কে নদীতীরের মানুষ

ঘন কুয়াশায় ১২ ঘণ্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ

সাড়ে ৭ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু

রাজবাড়ীর ২টি আসন: কোন্দলেও আশাবাদী বিএনপি

রাজবাড়ীতে দুই পক্ষের সংঘর্ষে শিশু গুলিবিদ্ধ

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ